AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেনে যাত্রা করলেন রাষ্ট্রপতি, কী কী আছে সেই ট্রেনে

President Draupadi Murmu: স্টেশন মাস্টার, রেল প্রজেকশন ফোর্স থেকে শুরু করে সব আধিকারিক, সবাইে সময়মতো উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এর আগে ২০২৩-এও বিশেষ ট্রেনে যাত্রা করেছেন প্রেসিডেন্ট। ওড়িশার ভুবনেশ্বর থেকে রাইরঙ্গপুর পর্যন্ত ট্রেনে যাত্রা করেছিলেন তিনি।

Indian Railway: বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেনে যাত্রা করলেন রাষ্ট্রপতি, কী কী আছে সেই ট্রেনে
Image Credit: TV9 Bangla
| Updated on: Sep 25, 2025 | 4:29 PM
Share

নয়া দিল্লি: বৃহস্পতিবার সকালে মথুরা দর্শনের উদ্দেশে দিল্লি থেকে রওনা হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে বিমানে নয়, এবার রাষ্ট্রপতি যাত্রা করলেন ট্রেনে। বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেনে চেপে মথুরার কাছে বৃন্দাবন রোড স্টেশনে পৌঁছন তিনি, সেখান থেকেই যান মথুরায়।

মহারাজা এক্সপ্রেস। ভারতীয় রেলের এই ট্রেনেই যাত্রা করেছেন রাষ্ট্রপতি। ১৮ কামরার এই ট্রেনে রয়েছে প্রেসিডেন্সিয়াল স্যুট, ডিলাক্স স্যুট, রেস্তোরাঁ, লাউঞ্জ ও পাওয়ার কার। রাষ্ট্রপতি ও তাঁর কর্মীদের জন্য সব ব্যবস্থা রয়েছে ট্রেনেই। এছাড়া দুটি স্ট্যান্ডার্ড এসি কোচ রয়েছে রেলের উচ্চপদস্থ কর্তাদের জন্য।

এক রেলকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিষেবায় যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য দুটি লোকোমোটিভ রয়েছে ওই ট্রেনে। এর মধ্যে একটি কাজ করবে ও অপরটি রেখে দেওয়া হচ্ছে, যাতে কোনও অসুবিধা হলে সহজেই সেটি চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ট্রেনটি ছাড়ে সফদরজং স্টেশন থেকে, বৃন্দাবন পৌঁছয় সকাল ১০টায়।

এদিন বাঁকে বিহারী মন্দির দর্শন করা পর কুব্জ কৃষ্ণ মন্দির দর্শন করবেন রাষ্ট্রপতি। সূত্রের খবর, সিনিয়র রেলকর্তাদের বলা হয়েছে যাতে পরিষেবায় কোনও ত্রুটি না থাকে। স্টেশন মাস্টার, রেল প্রজেকশন ফোর্স থেকে শুরু করে সব আধিকারিক, সবাইে সময়মতো উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এর আগে ২০২৩-এও বিশেষ ট্রেনে যাত্রা করেছেন প্রেসিডেন্ট। ওড়িশার ভুবনেশ্বর থেকে রাইরঙ্গপুর পর্যন্ত ট্রেনে যাত্রা করেছিলেন তিনি।