মোরবিতে দুর্ঘটনার সময় যাঁরা উদ্ধার ও ত্রাণ কাজে জড়িত ছিলেন তাঁদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একদিন আগেই গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে পড়ে যায় একটি আস্ত কেবল ব্রিজ। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ১৩৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মোরবির দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উদ্ধারকাজে যাঁরা হাত লাগিয়েছেন এদিন তাঁদের সঙ্গে দেখাও করেন মোদী। এদিকে দুর্ঘটনার পর গোটা রাত এনডিআরএফ-র ৫ টি দল সারারাত উদ্ধারকাজ চালিয়েছে। সঙ্গে ছিল দুটি এসডিআরএফ টিম ও সামরিক বাহিনী, বায়ু সেনা ও নৌসেনা।
উদ্ধারকাজ খতিয়ে দেখার পাশাপাশি হাসাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন মোদী।
ইতিমধ্যেই ২ নভেম্বর রাজ্যব্যাপী শোক পালনের সিদ্বান্ত নিয়েছে গুজরাট সরকার। সরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। হবে না কোনও সরকারি অনুষ্ঠান।
বরাবরই মোরবি জেলায় মাচ্ছু নদীর উপর থাকা আস্ত এই কেবল ব্রিজ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। রবিবার ছটপুজো উপলক্ষে ছুটি ছিল গুজরাটে। তারফলে ভিড়ও ছিল বেশি। প্রায় ৪০০-র বেশি মানুষ দুর্ঘটনার সময় সেতুতে ছিলেন বলে জানা যায়।
অতিরিক্ত ভিড়ের কারণেই সেতুতে ভেঙে পড়ে বলে জানা যায়। এদিকে কিছুদিন আগেই কয়েক কোটি টাকা খরচ করে সেতুটি মেরামত করা হয়েছে বলেও। শেষে গুজরাটি নববর্ষের দিন সেটি খুলে দেওয়া হয়।
গুজরাটের যে ওরেভা গোষ্ঠীতকে সেতু মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ওই গোষ্ঠীর ২ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।