AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi-Priyanka Gandhi: এক গাল হাসি, হাতে হাত, দাদা রাহুলের সঙ্গে পা মেলালেন প্রিয়ঙ্কাও

Bharat Jodo Yatra: গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রার নেতৃত্বের দায়িত্বে রয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের কর্মসূচির শুরুতেই এই পদযাত্রায় যোগ দিয়েছিলেন দলনেত্রী তথা প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী।

Rahul Gandhi-Priyanka Gandhi: এক গাল হাসি, হাতে হাত, দাদা রাহুলের সঙ্গে পা মেলালেন প্রিয়ঙ্কাও
ভারত জোড়ো যাত্রায় রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Nov 24, 2022 | 9:43 AM
Share

ভোপাল: দাদাকে মনোবল জোগাতে এবার ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন কংগ্রেস নেত্রী  প্রিয়ঙ্কা গান্ধীও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ বানিয়েই জনসংযোগ কর্মসূচিতে নেমেছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি পদযাত্রা করে গোটা দেশে একতার বার্তা দেওয়াই ভারত জোড়ো যাত্রার লক্ষ্য। এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। গত সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা বুধবারই মহারাষ্ট্র থেকে মধ্য প্রদেশে প্রবেশ করে। আর তারপরই, এ দিন সকালেই মধ্য় প্রদেশে যান প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়ে পদযাত্রায় অংশ নেন।

এদিন সকালেই প্রিয়ঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রায় যোগ দিতেই কংগ্রেসের তরফে গান্ধী ভাই-বোনের ছবি শেয়ার করা হয়। ছবির ক্য়াপশনে হিন্দিতে লেখা, “আমাদের পদক্ষেপ আরও শক্তিশালী হবে যখন আমরা একসঙ্গে হাঁটব”। প্রিয়ঙ্কা গান্ধীর পাশাপাশি কংগ্রেস নেতা তথা মধ্য প্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ও দ্বিগিজয় সিংও ভারত জোড়ো যাত্রায় যোগ দেন।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রার নেতৃত্বের দায়িত্বে রয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের কর্মসূচির শুরুতেই এই পদযাত্রায় যোগ দিয়েছিলেন দলনেত্রী তথা প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী। এরপরে একাধিক রাজনীতিবিদ, অভিনেতা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষেরাও এই যাত্রায় অংশ নেন। তবে এতদিন দেখা মেলেনি প্রিয়ঙ্কা গান্ধীর। কংগ্রেসের কর্মসূচিতে গান্ধী পরিবারেরই এক সদস্য অনুপস্থিত থাকায় জল্পনা শুরু হয়েছিল রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর বিরোধ নিয়ে। এদিন যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েই ভারত জোড়ো যাত্রায় দাদা রাহুল গান্ধীর পাশে দেখা যায় প্রিয়ঙ্কা গান্ধীকে।

বুধবার ভারত জোড়ো যাত্রা মধ্য প্রদেশে প্রবেশ করতেই রাহুল গান্ধী বলেছিলেন, “এই যাত্রার তিনটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, এই যাত্রা সমাজে যে ঘৃণা, হিংসা ও ভয় তৈরি হয়েছে, তার বিরুদ্ধে লড়াই। দ্বিতীয়ত এটি বেকারত্বের বিরুদ্ধে এবং তৃতীয়ত, এটি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াই।”