Satyaki Savarkar: মানহানির অভিযোগ সাভারকরের নাতির, মামলায় মামলায় জেরবার রাহুল

Satyaki Savarkar defamation case: বিনায়ক দামোদর সাভারকারকে নিশানা করার জেরে আইন-আদালতের চক্করে রাহুল গান্ধী। মানহানির মামলা করতে চলেছেন সাভারকরের নাতি।

Satyaki Savarkar: মানহানির অভিযোগ সাভারকরের নাতির, মামলায় মামলায় জেরবার রাহুল
সাত্যকি সাভারকর এবং রাহুল গান্ধী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 11:59 PM

নয়া দিল্লি: সময়টা মোটেই ভাল যাচ্ছে না কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। প্রথমে ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাংসদ পদ খুইয়েছেন। গিয়েছে সরকারি বাংলোও। এবার বিনায়ক দামোদর সাভারকারকে নিশানা করার জেরে আইন-আদালতের চক্করে পড়তে চলেছেন তিনি। বুধবার (১২ এপ্রিল) প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে, পুনের এক আদালতে মানহানির মামলা দায়ের করলেন সাভারকরের নাতি সাত্যকি সাভারকর। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী সাত্যকি সাভারকর দাবি করেছেন, রাহুল গান্ধী তাঁর ঠাকুর্দাকে অপমান করেছেন। সাত্যকি সাভারকর বলেছেন, “রাহুল গান্ধী গত মাসে ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে এক সমাবেশে তিনি মন্তব্য করেন যে, বীর সাভারকর তাঁর বইয়ে লিখেছেন, তিনি এবং তাঁর ৫-৬ জন বন্ধু এক মুসলিম ব্যক্তিকে পিটিয়েছিলেন এবং বীর সাভারকর তা উপভোগ করেছিলেন। এই মন্তব্যে তাঁকে অপমান করা হয়েছে। কারণ ঘটনাটি কাল্পনিক। আমরা রাহুল গান্ধী এবং তাঁর কিছু অনুগামীদের কাছ থেকে (সাভারকরের) তথাকথিত পিটিশন এবং পেনশন সম্পর্কে অনেক কিছু শুনেছি। সেগুলি আসলে ভরণপোষণ ভাতা এবং ক্ষমার আবেদন ছিল। আমরা এই নিয়ে আদালতে যাচ্ছি।”

বস্তুত, রাহুল গান্ধী প্রায়শই তাঁর বক্তৃতায় বিনায়ক দামোদর সাভারকারকে আক্রমণ করে থাকেন। তাঁর দাবি, জেল থেকে ছাড়া পাওয়ার জন্য সাভারকর ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন। মার্চের শেষে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ২ বছরের কারাদণ্ড হয় রাহুল গান্ধীর। যার জেরে তাঁকে সাংসদ পদ হারাতে হয়েছে। এরপর এক সাংবাদিক সম্মেলনে তাঁকে বলা হয়েছিল, যদি তিনি ওই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ক্ষমা চাইতেন, তাহলে হয়তো তাঁর এই অবস্থা হত না। এরই জবাবে রাহুল গান্ধী মন্তব্য করেন, “আমার নাম সাভারকর নয়। আমার নাম গান্ধী। গান্ধীরা কারও কাছে ক্ষমা চায় না।

সাভারকর নিয়ে এই মন্তব্যের জেরে, একযোগে রাহুলের তীব্র নিন্দা করেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সাভারকর সম্পর্কে ইন্দিরা গান্ধীর মনোভাব তুলে ধরে দাবি করেছিলেন, রাহুল আখেরে তাঁর ঠাকুমাকেই অপমান করেছেন। শুধু বিজেপি শিবির থেকে নয়, বর্তমানে কংগ্রেসের জোটসঙ্গী শিবসেনা (ইউবিটি)-র পক্ষ থেকেও রাহুলকে সাভারকর নিয়ে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। মালেগাঁওয়ে এক প্রকাশ্য জনসভায় উদ্ধব ঠাকরে বলেন, “আন্দামানের সেলুলার জেলে ১৪ বছর ধরে সাভারকরকে অকল্পনীয় অত্যাচার সহ্য করতে হয়েছে। এটা ছিল তাঁর আত্মত্যাগ। আমরা সাভারকরের অপমান সহ্য করব না। সাভারকর আমাদের ভগবান। তাঁর প্রতি কোনও অশ্রদ্ধা বরদাস্ত করা হবে না। আমরা একসঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমাদের ঈশ্বরকে অপমান করলে আমরা তা সহ্য করব না।”

এবার তাঁর সাভারকর নিয়ে মন্তব্য রাহুল গান্ধীকে আদালতে টেনে নিয়ে যেতে পারে। সম্প্রতি আদানি বিতর্কে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম জড়ানোয়, রাহুলের বিরুদ্ধে হিমন্তও মানহানির মামলা করার হুমকি দিয়েছেন। সব মিলিয়ে, মামলায় মামলায় জেরবার রাহুল গান্ধী।