AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubhanshu Shukla: হাওয়ায় ভেসে আলাপ-আলিঙ্গন, মহাকাশ ঘাঁটিতে সময় মতো ঢুকে পড়লেন শুভাংশুরা

Shubhanshu Shukla: মহাকাশ ঘাঁটিতে প্রবেশের পরেই সেখানে থাকা অন্য নভশ্চরদের আলিঙ্গন করলেন তিনি। হল আলাপচারিতা। পৃথিবী থেকে অতিথি এসেছে বলে কথা। এখন তো প্রায় ১৪ দিন মহাকাশ ঘাঁটিরই অতিথি এই শুভাংশুরা।

Shubhanshu Shukla: হাওয়ায় ভেসে আলাপ-আলিঙ্গন, মহাকাশ ঘাঁটিতে সময় মতো ঢুকে পড়লেন শুভাংশুরা
আন্তর্জাাতিক মহাকাশ ঘাঁটিতে শুভাংশুImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: Jun 26, 2025 | 6:24 PM
Share

নয়াদিল্লি: সময় ধরেই পৌঁছে গেলেন তাঁরা। বৃহস্পতিবার, বিকাল ৫টা ৫৩ মিনিট নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভেসে ভেসে ঢুকলেন শুভাংশু শুক্লা-সহ আরও তিন নভশ্চর। ৪টে ২ মিনিট নাগাদই মহাকাশ ঘাঁটিতে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু কিছু যান্ত্রিক কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষাতেই এতক্ষণ বাইরে থাকতে হয়েছিল তাদের। এবার সেই কাজ সম্পন্ন হতেই স্পেস স্টেশনের অন্দরে ঢুকে পড়লেন শুভাংশু।

মহাকাশ ঘাঁটিতে প্রবেশের পরেই সেখানে থাকা অন্য নভশ্চরদের আলিঙ্গন করলেন তিনি। হল আলাপচারিতা। পৃথিবী থেকে অতিথি এসেছে বলে কথা। এখন তো প্রায় ১৪ দিন মহাকাশ ঘাঁটিরই অতিথি এই শুভাংশুরা। তাই খাতির-যত্নেরও যেন অভাব না ঘটে, সেই কথা মাথায় স্পেস স্টেশনে থাকা অন্য নভশ্চররা তাদের হাতে পানীয় তুলে দিলেন।

উল্লেখ্য, শুভাংশু প্রথম ভারতীয় যিনি এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন। বছর ২৫ আগে তৈরি হওয়া এই স্পেস স্টেশনে কখনওই কোনও ভারতীয়র পা রাখার সুযোগ হয়নি। শুভাংশু যেন সেই পথটাই খুলে দিলেন।

শুভাংশুর গতি দেখে আনন্দে আত্মহারা হয়েছেন বাবা-মা। এদিন শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লা বলেন, ‘এটা শুধু আমাদের পরিবারের জন্য নয়। গোটা দেশের জন্য গর্বের বিষয়। এই দেশের প্রতিটি মানুষকে অনেক ধন্যবাদ জানাই। তাদের আর্শীবাদেই অভ্রভেদী হয়েছে সে।’

উল্লেখ্য, বুধবার দুপুর ১২টা ১ মিনিটে স্পেস-এক্সের ফ্যালকন-৯ চেপে রওনা দিয়েছেন শুভাংশু-সহ আরও তিন দেশের নভোশ্চররা। এটাই শুভাংশুর জীবনে প্রথম মহাকাশ অভিযান। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার আপাতত অ্যাক্সিয়ম অভিযানের গ্রুপ ক্য়াপ্টেন।