Explained: শুভাংশকে পাঠিয়ে ভারতের কী লাভ? জানুন
Shubhanshu Shukla: ইসরো সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি বিষয় নিয়ে গবেষণা করবে শুভাংশুর দল। গ্রুপ ক্যাপ্টেন হিসাবে অন্যান্য দেশের বিজ্ঞানী তথা নভশ্চরদের শুধু পৌঁছে দেওয়াই তার কাজ ছিল না।

নয়াদিল্লি: ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা বেজে ১ মিনিট। আমেরিকার আকাশে তখন বিন্দু মাত্র আলো নেই। ঘুটঘুটে অন্ধকার। যে টুকু আলোকছটা তা সবই কৃত্রিম, যান্ত্রিক। দূরে আকাশে দেখা যাচ্ছে ছোট চাঁদটা। হাতের ঘড়ি দেখে সময় মাপছেন কয়েক জন নভশ্চর। কারণ, আর কিছুক্ষণেই অভ্রভেদী হবেন তাঁরা। পৌঁছে যাবে আকাশে। মহাকাশে। তাদের হয় তো মাটি থেকে আমরা আর দেখতে পারব না। কিন্তু জানব এই শূন্যতার ঠিক কোথাও না কোথাও বিন্দুর মতো একটা জায়গা দখল করে রয়েছে তাঁরা। কথা হচ্ছে ‘ঘরের ছেলে’ শুভাংশু ও তাঁর অন্য সতীর্থদের মহাকাশ যাত্রা নিয়ে। দীর্ঘ টালবাহানার পর শুভাংশু শুক্লা-সহ চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে স্পেসএক্সের ‘ড্রাগনযান’। আমেরিকার ফ্লরিডার...





