Supreme Court: ৬ সপ্তাহের মধ্যে নিয়োগ, ডিএলএড প্রশিক্ষণরতদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court on 2022 Primary TET: পাঁচ মাস আগে শীর্ষ আদালত জানিয়েছিল, সেই সময় বাকি থেকে যাওয়া ২২০০ শূন্যপদে টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণরতদেরও নিয়োগ করা যেতে পারে। এতদিন পরও সেই রায় কার্যকর না হওয়ায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি অতুল এস চন্দুকারের বেঞ্চকে বোর্ডের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, রায় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে তা কার্যকর করার কাজ শুরু করা হবে।

নয়াদিল্লি: প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণরতরা সুযোগ পাবেন? ২০২২ সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলায় ৫ মাস আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ডিএলএড প্রশিক্ষণরতদেরও নিয়োগ করা যেতে পারে। গত ৪ এপ্রিলের ওই রায় খতিয়ে দেখে এবং তা কার্যকর করতে এবার বোর্ড ও রাজ্যকে সময় বেঁধে দিল শীর্ষ আদালত। নির্দেশ কার্যকর করতে ছয় সপ্তাহ সময় দিল।
২০২২ সালে প্রাথমিকে ১১ হাজারের কিছু বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। ডিএলএড প্রশিক্ষত টেট উত্তীর্ণদের নিয়োগের পরও কিছু শূন্যপদ থেকে যায়। পাঁচ মাস আগে শীর্ষ আদালত জানিয়েছিল, সেই সময় বাকি থেকে যাওয়া ২২০০ শূন্যপদে টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণরতদেরও নিয়োগ করা যেতে পারে। এতদিন পরও সেই রায় কার্যকর না হওয়ায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি অতুল এস চন্দুকারের বেঞ্চকে বোর্ডের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, রায় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে তা কার্যকর করার কাজ শুরু করা হবে।
বোর্ডের আইনজীবীর সওয়ালের পর শীর্ষ আদালত বলে, আলোচনা করার কথা যখন বোর্ড বলছে, তখন এই আবেদনের কোনও মানে হয় না। প্রার্থীদের এক অংশের আইনজীবী এস পার্দিওয়ালা তখন ছয় সপ্তাহ সময় বেঁধে দেওয়ার আবেদন জানান। প্রার্থীদের আর এক পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, “ছয় সপ্তাহ বাদে ওদের আলোচনার পর আবার আমাদের আদালতে আসতে হবে?” তখন শীর্ষ আদালত জানিয়ে দেয়, শুধু আলোচনা নয়। ছয় সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে।
