Supreme Court on SIR: SIR-এ আধারকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট
Supreme Court SIR Hearing: কিন্তু আগামী দিনে তা যে গোটা দেশজুড়ে হবে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। তাই কমিশনের জন্য আগাম যেন একটা নীতিমালা তৈরি করে দিল দেশের শীর্ষ আদালত। এবার থেকে ১১ নয়, SIR-এ নিতে ১২টি নথি।

নয়াদিল্লি: বিহারে ভোটার সমীক্ষার বিশেষ ও নিবিড় পরিমার্জনের কাজ মিটেছে। কিন্তু আগামী দিনে তা যে গোটা দেশজুড়ে হবে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। তাই কমিশনের জন্য আগাম যেন একটা নীতিমালা তৈরি করে দিল দেশের শীর্ষ আদালত। এবার থেকে ১১ নয়, SIR-এ নিতে ১২টি নথি। কমিশনকে সাফ নির্দেশ শীর্ষ আদালতের। এই শেষ নথিটা কোনটা? আধার কার্ড।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে চলছিল SIR শুনানি। সেখানেই ফের উঠল আধার-ইস্যু। এর আগেও আধারকে মান্যতা দেওয়া নিয়ে নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে দেখা গিয়েছে। এমনকি, বাদ পড়া ভোটারদের নতুন করে তালিকাভুক্ত করতে যেন আধারে গুরুত্ব দেওয়া হয়, সেই পরামর্শই দিয়েছিল শীর্ষ আদালতের বেঞ্চ।
এদিন আধারে মান্যতার সেই পরামর্শই পরিণত হল নির্দেশে। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, আধারকে ১২নং নথি হিসাবে স্বীকৃতি দিতে হবে। অবশ্য, শুনানি পর্বের একেবারে প্রথম থেকেই আধারকে নাগরিকত্ব প্রমাণের বিচারে গুরুত্ব দিতে নারাজ বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। আইনের খবর পরিবেশনকারী সংবাদমাধ্যম লাইভ ল-র একটি প্রতিবেদন অনুযায়ী, এদিনের শুনানি পর্বেও উঠেছে সেই নাগরিকত্ব প্রসঙ্গ।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আধার কার্ডের নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪) নং ধারা অনুযায়ী, কোনও ভারতীয়র পরিচয়পত্র হিসাবে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। তাই সেই ভিত্তিতেই কমিশনকে আধার কার্ডকে ভোটার তালিকার সমীক্ষার ক্ষেত্রে ১২ নং নথি হিসাবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি, মাঠে-ঘাটে সমীক্ষার কাজ করা কমিশনের কর্মীদের কারওর আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণের আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
