Sukanta Majumdar: দিল্লিতে সুকান্তর বাসভবনে শুভেন্দু, ‘রথ দেখা, কলা বেচা’-র কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Mar 17, 2025 | 8:49 PM

Sukanta Majumdar: এদিন বৈঠক শুরুর আগে সুকান্ত বলেন, "মন্ত্রী হওয়ার পর একটা বড় বাড়ি পেয়েছি। দিল্লিতে এটাই এখন রাজ্য বিজেপির অফিস। আমরা ঠিক করেছি, সংসদের প্রতি অধিবেশনে দলের সাংসদদের সঙ্গে একবার করে আলোচনায় বসব। এবার আজকের দিনটি ঠিক করেছি কারণ বিরোধী দলনেতা শুভেন্দুদাও দিল্লিতে এসেছেন।"

Sukanta Majumdar: দিল্লিতে সুকান্তর বাসভবনে শুভেন্দু, রথ দেখা, কলা বেচা-র কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি
সুকান্ত মজুমদারের নয়াদিল্লির বাসভবনে শুভেন্দু অধিকারী
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়াদিল্লি: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ভোটের রণকৌশল ঠিক করতে তৎপর রাজনৈতিক দলগুলি। ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসক ও বিরোধীরা। এই পরিস্থিতিতে সোমবার দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে বৈঠক করলেন রাজ্যের বিজেপি সাংসদরা। তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে দেখা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর এই বৈঠককে ‘রথ দেখা, কলা বেচা’ হিসেবে ব্যাখ্যা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত।

কিছুদিন আগে নয়াদিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি শুভেন্দু অধিকারী। এদিন, সুকান্তর বাসভবনে যান শুভেন্দু। সেখানে রাজ্য বিজেপির সাংসদরা ছিলেন। সুকান্ত, শুভেন্দু ও বিজেপি সাংসদরা বেশ কিছুক্ষণ বৈঠক করেন।

এদিন বৈঠক শুরুর আগে সুকান্ত বলেন, “মন্ত্রী হওয়ার পর একটা বড় বাড়ি পেয়েছি। দিল্লিতে এটাই এখন রাজ্য বিজেপির অফিস। আমরা ঠিক করেছি, সংসদের প্রতি অধিবেশনে দলের সাংসদদের সঙ্গে একবার করে আলোচনায় বসব। এবার আজকের দিনটি ঠিক করেছি কারণ বিরোধী দলনেতা শুভেন্দুদাও দিল্লিতে এসেছেন। রথ দেখা, কলা বেচা একসঙ্গে হয়ে যাবে। তাঁর উপস্থিতিতে সাংসদরা আলোচনায় বসলে রাজনৈতিক আলোচনাও হবে। একটু খাওয়া-দাওয়া হবে। খাওয়া-দাওয়া ছাড়া তো বাঙালির আলোচনা হয় না।”

এই খবরটিও পড়ুন

বৈঠক শেষে রাজ্য বিজেপির সভাপতি বলেন, “ছাব্বিশে তৃণমূলকে হারানো এবং বাংলাকে সোনার বাংলা বানাতে কী করণীয়, তা নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া পরিবারের লোকেরা যেভাবে একসঙ্গে খাওয়া-দাওয়া করে, আলোচনা করে, তাও হয়েছে। সাংসদদের কাছ থেকে কিছু পরামর্শ এসেছে। সেগুলো সাংগঠনিক বৈঠকে আলোচনা করব।”

ছাব্বিশের নির্বাচন পর্যন্ত তিনিই বিজেপির রাজ্য সভাপতি থাকবেন কি না, তা নিয়ে সুকান্ত বলেন, এটা কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবে।

 

Next Article