AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gangasagar: গঙ্গাসাগরকে কি National Fair তকমা দেওয়া যায়? উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বললেন…

Bapi Haldar: তৃণমূল সাংসদের দাবি, বাপি হালদার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রককে প্রশ্ন করেছিলেন, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে গণ্য করার জন্য রাজ্য সরকারের তরফে কোনও আবেদন করা হয়েছে কি না?

Gangasagar: গঙ্গাসাগরকে কি National Fair তকমা দেওয়া যায়? উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বললেন...
গঙ্গাসাগর মেলা
| Edited By: | Updated on: Aug 18, 2025 | 5:43 PM
Share

নয়া দিল্লি: গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার তকমা দেওয়া নিয়ে কোনও ভাবনা চিন্তা নেই কেন্দ্রীয় সরকারের। সোমবার কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকের দেওয়া উত্তরের ভিত্তিতে এমনটাই দাবি করেছেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। তৃণমূল সাংসদের দাবি, বাপি হালদার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রককে প্রশ্ন করেছিলেন, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে গণ্য করার জন্য রাজ্য সরকারের তরফে কোনও আবেদন করা হয়েছে কি না? জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত জানিয়েছেন, এ ধরনের কোনও প্রস্তাব নেই। কোনও মেলাকে কেন্দ্রীয় সরকারের অনুমোদিত ধর্মীয় অনুষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন নয়।

আজ এই নিয়ে মুখ খোলেন বাপি। তিনি বলেন, “আমরা এই জন্যই বলি বাংলার বিরোধী সরকার। বাংলার উন্নয়ন এরা কোনও ভাবেই চায় না। খালি কুম্ভমেলাকেই প্রোমোট করা হচ্ছে। আর গঙ্গাসাগর মেলায় ওড়িশা, বিহার থেকে প্রচুর মানুষ আসেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় অনেকবার কেন্দ্রের কাছে দরবার করেছেন যাতে এই মেলাকে জাতীয় মেলার তকমা দেওয়া হয়।”

বাপি জানিয়েছেন, “আমি সেইটাই গজেন্দ্র সিং শেখাওয়াতকে প্রশ্ন করেছিলাম কেন এই মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হচ্ছে না? কারণ কী? পরিষ্কার করে বলেছেন, এই আবেদনকে মান্যতা দিচ্ছে না তারা।” এই ইস্যুতে বলতে গিয়ে তিনি অভিযো জানান, এর আগে ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকেছে। বাপি বলেন, “এই কপিলমুনির মন্দিরের আবেগ শুধু বাংলার মানুষের নেই, প্রচুর মানুষের মধ্যে রয়েছে। হাজার-হাজার মানুষ তীর্থ করতে আসেন। সেই দাবি নস্যাৎ করে দিল।”