Mohua Moitra: ‘মধ্যস্থতার চেষ্টা’, মানহানির মামলা থেকে সরে দাঁড়ালেন মহুয়া মৈত্রের আইনজীবী
Cash-For-Query Row: আইনজীবী জয় অনন্ত দেহদরাই দিল্লি হাইকোর্টে বিচারপতি সচিন দত্তের কাছে প্রশ্ন করেন, শঙ্করনারায়ণ মধ্য়স্থতা করার চেষ্টা করেছেন, তাঁর কি এই মামলায় দাঁড়ানোর অধিকার রয়েছে? এর জবাবে বিচারপতি বলেন, "এর উত্তর তো আপনারই দেওয়া উচিত।"
নয়া দিল্লি: টাকার বিনিময়ে নাকি সংসদে প্রশ্ন করেন, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গত সপ্তাহেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ আনেন এবং তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়ার দাবি জানান। এদিকে, বিজেপি সাংসদের এই অভিযোগের পরই মানহানির মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ। আগামী ৩১ অক্টোবর দিল্লি হাই কোর্টে এই মামলার শুনানি হবে। এদিকে, আজই মামলা থেকে সরে দাঁড়ান মহুয়া মৈত্রের আইনজীবী।
এদিন সকালেই জানা যায়, মহুয়া মৈত্রের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ মানহানির মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন। স্বার্থের সঙ্গে সংঘাতের কারণ দর্শিয়ে তিনি এ দিন মামলা থেকে সরে দাঁড়ান। বিপক্ষের আইনজীবী জয় অনন্ত দেহদরাই দিল্লি হাইকোর্টে জানান, মহুয়া মৈত্রের আইনজীবী বৃহস্পতিবার রাতে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং তৃণমূল সাংসদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্য়াহার করে নিতে বলেন। যদি তিনি সিবিআই অভিযোগ প্রত্যাহার করে নেন, তবে পোষ্য কুকুর হেনরিকে ফেরত দিয়ে দেবেন মহুয়া।
আইনজীবী জয় অনন্ত দেহদরাই দিল্লি হাইকোর্টে বিচারপতি সচিন দত্তের কাছে প্রশ্ন করেন, শঙ্করনারায়ণ মধ্য়স্থতা করার চেষ্টা করেছেন, তাঁর কি এই মামলায় দাঁড়ানোর অধিকার রয়েছে? এর জবাবে বিচারপতি বলেন, “এর উত্তর তো আপনারই দেওয়া উচিত।” এরপর বিচারপতি মহুয়া মৈত্রের আইনজীবীর কাছে জানতে চান, তিনি সত্যিই বিপক্ষের আইনজীবী জয় অনন্তের সঙ্গে কথা বলেছেন কিনা? জবাবে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, তাঁর মক্কেল জয় অনন্তকে ব্যক্তিগতভাবে চেনেন, তাই কথা বলতেই পারেন।
এরপরই মহুয়া মৈত্রের আইনজীবীকে মানহানির মামলা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। আগামী ৩১ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
প্রসঙ্গত, মহুয়া মৈত্রের প্রাক্তন প্রেমিক আইনজীবী জয় অনন্ত দেহদরাই। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ সামনে আসতেই তৃণমূল সাংসদ দেহদরাইকে প্রেমে হতাশ প্রাক্তন বলে উল্লেখ করেন এবং সম্পর্ক ভাঙার পরে আইনজীবী বদলা নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।
জানা গিয়েছে, সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পোষ্য রটহুইলার কুকুর, হেনরিকে নিয়ে বিবাদ চলছে। বিগত ছয় মাস ধরে মহুয়া মৈত্র একাধিকবার আইনজীবী দেহদরাইয়ের বিরুদ্ধে পুলিশি অভিযোগ আনেন। অনুপ্রবেশ, চুরি, অশালীন মেসেজ করা ও গালিগালাজ করার অভিযোগ আনেন কৃষ্ণনগরের সাংসদ।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ আনার পরই আইনজীবী জয় অনন্ত দেহদরাই সেই অভিযোগগুলির সপক্ষে প্রমাণ জোগান দেন।