Thief gets trapped: মন্দিরের দেওয়ালের গর্তে আটকে পড়ে চিৎকার করছিল যুবক, উদ্ধার করতেই কপালে হাত, দেখুন ভিডিয়ো
viral video: পুলিশ সূত্রে খবর মন্দিরে চুরি করতে আসা ৩০ বছর বয়সী ওই যুবকের নাম আর পাপা রাও। জানা গিয়েছে, ওই ব্যক্তি নিয়মিত মদ্যপান করেন এবং তাঁর অন্যান্য নেশার প্রতিও আসক্তি রয়েছে।
শ্রীকাকুলম: অনেকেই কর্মফলে (Karma) বিশ্বাস করেন। তাদের মতে আপনি যদি কোনও ভুল কাজ করেন, তবে আপনার জীব্বদশাতেই তার ফল ভুগতেই হবে। বিশ্বাস যে এভাবে উদাহরণ রূপে সামনে চলে আসবে, সেটা দেখে অনেকেই হয়তো অবাক হবেন। চোরের এমন পরিণতি দেখে তাই অনেকেই কর্মফলের বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন। মন্দির থেকে গয়না চুরি করে মহা বিপাকে পড়ে গিয়েছিল চোর মহাশয়। অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) শ্রীকাকুলম জেলার ইয়েল্লাম্মা মন্দিরে এই ঘটনা ঘটেছে। দেওয়ার ফাঁক গলে পালাতে গিয়ে রূপোর গয়না (Silver Jewelry) সমেত সেখানেই আটকে পড়ে চোর। দেওয়ালের গর্তে আটকে পড়ে সে যখন সাহায্যের জন্য চিৎকার করছিল, তখনই তাঁকে ধরে ফেলে স্থানীয়রা। ঘটনার মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে।
A burglar trapped in the act at Jhadupudi Jami Yellamma #Temple in Kanchili mandal of Srikakulam dist. Enters through a small ventilation window, but just couldn't get out.#AndhraPradesh #Kanchili #Jhadupudi #Srikakulam #Burglar #Funny #JamiYellammaTemple pic.twitter.com/XF6SGG9LYI
— Surya Reddy (@jsuryareddy) April 5, 2022
পুলিশ সূত্রে খবর মন্দিরে চুরি করতে আসা ৩০ বছর বয়সী ওই যুবকের নাম আর পাপা রাও। জানা গিয়েছে, ওই ব্যক্তি নিয়মিত মদ্যপান করেন এবং তাঁর অন্যান্য নেশার প্রতিও আসক্তি রয়েছে। মন্দিরের দেওয়ালে একটি গর্ত দিয়ে সে ভিতরে প্রবেশ করে, সেখান থেকে যাবতীয় রূপোর গয়না চুরি করে যখন সে ও গর্ত দিয়ে বাইরে বের হতে যায়, তখন দুর্ভাগ্যবশত সে সেখানে আটকে গিয়েছিল। মন্দিরের আশপাশ দিয়ে চলা ফেরা করতে গিয়ে অনেকেই লক্ষ্য করেন এক ব্যক্তি তাঁকে গর্ত থেকে বের করে আনার কাতর আবেদন জানাচ্ছেন। স্থানীয়দের সাহায্যে তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। উদ্ধারের পরই সেখানে উপস্থিত সকলের চোখ কপালে ওঠে যখন দেখা যায় মন্দিরের দেবী মূর্তির যাবতীয় গয়না ওই ব্যক্তির কাছে রয়েছে। তাঁকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ রাওয়ের থেকে গয়না উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে মদের প্রতি আসক্তির কারণেই সে এই অপরাধের রাস্তা বেছে নিয়েছিল। পুলিশ স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেছে এবং জানিয়েছে ওই চোরকে পুলিশ হেফাজতেই রাখা হবে।
আরও পড়ুন India-US Relation: মোদীর অবস্থানেই কি সুর বদল? রাশিয়াকে সরিয়ে ভারতের ‘পরম বন্ধু’ হতে চায় আমেরিকা!