AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: মুখ্য সচেতক পদ থেকে কল্যাণের ইস্তফা গ্রহণ করলেন মমতা, নতুন দায়িত্বে এবার কাকলি

Kalyan Banerjee: সোমবারের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মমতা। সেখানে লোকসভার সাংসদদের সামগ্রিক কারকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা। সেখানে মহুয়া-কল্যাণ টানাপোড়েনের কথাও উঠে আসে।

Kalyan Banerjee: মুখ্য সচেতক পদ থেকে কল্যাণের ইস্তফা গ্রহণ করলেন মমতা, নতুন দায়িত্বে এবার কাকলি
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়
| Edited By: | Updated on: Aug 05, 2025 | 2:53 PM
Share

কলকাতা: তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের। ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলেও জানা যাচ্ছে। কল্যাণের ইস্তফা গ্রহণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবারই চিপ হুইপ পদ থেকে পদত্যাগের কথা জানিয়ে মমতার কাছে চিঠি পাঠিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তা তখনও গৃহীত হয়নি। অবশেষে মঙ্গলবারই তা গ্রহণ করলেন মমতা। 

কল্যাণের জায়গায় এবার মুখ্য সচেতকের দায়িত্ব যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদারের উপর। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সবটা জানান হয়েছে। এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার কাজকর্মের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। মমতার নির্দেশ সুদীপ সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলনেতা হিসাবে দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রতিদিনের কার্যকলাপের সমন্বয় করবেন কাকলি ঘোষ দস্তিদার। 

সোমবারের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মমতা। সেখানে লোকসভার সাংসদদের সামগ্রিক কারকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মহুয়া-কল্যাণ টানাপোড়েনের কথাও উঠে আসে বলে খবর। তবে তৃণমূল রদবদলে খুব বেশি কথা বলতে নারাজ বিজেপি। পদ্ম নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, “ওদের দলীয় সমীকরণ কীভাবে বদলাচ্ছে, কাকে জোর করে ইস্তফা দেওয়াচ্ছে, কার ইস্তফাপত্র গ্রহণ করছে, কাদে নতুন পদে নিযুক্ত করতে সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। আমাদের এতে আগ্রহ নেই।”