TV9 Festival of India 2025: জমজমাট ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান ঘিরে বসল ‘চাঁদের হাট’
Celebs in TV9 Festival of India 2025: আর শুধুই রাজনৈতিক নেতা নয়, টিভি৯ নেটওয়ার্কের এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এক বিদেশি অতিথিও। তিনি নেদারল্যান্ডস-র নাগরিক। টিভি৯ নেটওয়ার্কের 'ফেস্টিভাল অব ইন্ডিয়া' অনুষ্ঠানে এসে দেবীর আরাধনা দেখে মুগ্ধ ওই ব্যক্তি। অবশ্য, শুধুই দেবীর আরাধনা নয়। ফেস্টিভাল অব ইন্ডিয়াতে আয়োজন হয়েছে গানের অনুষ্ঠানের।

নয়াদিল্লি: টিভি৯ নেটওয়ার্কের ‘দুর্গোৎসবে’ বসেছে চাঁদের হাট। রাজনীতি থেকে ফিল্মি দুনিয়া, বিভিন্ন অংশের পরিচিত মুখেরা দেখতে এসেছন ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’। গত দু’বছরের অভূতপূর্ব সাফল্যের কথা মাথায় রেখেই তৃতীয় বছরও আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান।
যেখানে প্রতিবারের ন্য়ায় এবারও দেখা গিয়েছে দেশের কোণায় কোণায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতির মেলবন্ধন। কোথাও চলছে দুর্গা পুজো, কোথাও আবার গরবা। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠান যেন এক টুকরো ‘ভারত’।
চলতি বছরের ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’ অনুষ্ঠানে যেমন ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ঠিক একই ভাবে ভিড় জমাতে দেখা গিয়েছে বহু তারা-নক্ষত্রদের। কেউ যুক্ত রাজনৈতিক দুনিয়ার সঙ্গে, কেউ আবার ফিল্মি দুনিয়া। এই যেমন ষষ্ঠীর দিন অর্থাৎ সোমবার নেটওয়ার্কের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অণুপ্রিয়া প্য়াটেল, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা-সহ বহু বিশিষ্টরা।
আর শুধুই রাজনৈতিক নেতা নয়, টিভি৯ নেটওয়ার্কের এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এক বিদেশি অতিথিও। তিনি নেদারল্যান্ডস-র নাগরিক। টিভি৯ নেটওয়ার্কের ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’ অনুষ্ঠানে এসে দেবীর আরাধনা দেখে মুগ্ধ ওই ব্যক্তি। অবশ্য, শুধুই দেবীর আরাধনা নয়। ফেস্টিভাল অব ইন্ডিয়াতে আয়োজন হয়েছে গানের অনুষ্ঠানের। যেখানে থাকবেন শান এবং ডিজে সাহিল-সহ অনেক বিশিষ্টরা। জানা গিয়েছে, আগামী ২র অক্টোবর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
