TV9 festival of India: মহাষ্টমীতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে পুজোর আমেজে মাতল দিল্লি
TV9 festival of India: মহাষ্টমীতে TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার আজ তৃতীয় দিন। বাংলায় দুর্গাপুজোর আমেজের ছবি দেখা গেল মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। TV9-র অ্যাঙ্কর দিব্যা কোচার তাঁর সহকর্মী সাগরিকা ভট্টাচার্যের সঙ্গে মহা অষ্টমীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। মহা অষ্টমীতে, দেবী দুর্গার অষ্টম রূপের পূজা করা হয়।

নয়াদিল্লি: মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে পুজোর আমেজ। টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় মাতোয়ারা দিল্লি। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উৎসব। আজ দুর্গাপুজোর মহাষ্টমী। এদিন সকাল থেকে রীতি মেনে হল পুজো, পুষ্পাঞ্জলি। সন্ধেয় ডিজে D’Ark-র সঙ্গে ডান্ডিয়া নাইট উপভোগ করলেন দর্শকরা।
মহাষ্টমীতে TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার আজ তৃতীয় দিন। বাংলায় দুর্গাপুজোর আমেজের ছবি দেখা গেল মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। TV9-র অ্যাঙ্কর দিব্যা কোচার তাঁর সহকর্মী সাগরিকা ভট্টাচার্যের সঙ্গে মহা অষ্টমীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। মহা অষ্টমীতে, দেবী দুর্গার অষ্টম রূপের পূজা করা হয়। দিনটি শুরু হয় পুষ্পাঞ্জলি দিয়ে। এদিন হয় সন্ধি পূজা। অষ্টমী তিথির শেষ এবং নবমী তিথির শুরুর মুহূর্তের পুজো হল সন্ধি পুজো। দেবীকে ১০৮টি পদ্ম ফুল নিবেদন করা হয়। আবার ১০৮টি প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপগুলি ১০৮ জন বিবাহিত মহিলা প্রজ্জ্বলিত করেন। এই সময়ে, দেবীর চণ্ডী রূপের পূজা করা হয়।
দুর্গাপূজা কেবল বাংলার নয়, সমগ্র ভারতের উৎসব হয়ে উঠেছে। TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় সেই দুর্গাপুজোর আমেজ পাচ্ছেন দর্শকরা। যাঁরা খেতে ভালবাসেন, তাঁদের জন্যও রয়েছে ব্যবস্থা। রয়েছে ফুড জোন। যেখানে ভারতীয় ও বিদেশি খাবারের স্টল রয়েছে। যা খাদ্যরসিকদের জিভে জল আনবে। এই উৎসবের অন্যতম আকর্ষণ লাইফস্টাইল এক্সপো। শুধু দেশ নয়, বিদেশের ২০০-র বেশি স্টল রয়েছে এখানে। ভারত ও বিদেশের এক্সক্লুসিভ পণ্য সাজানো রয়েছে। আগামিকাল (১ অক্টোবর) রয়েছে বিখ্যাত গায়ক শানের অনুষ্ঠান। এই ফেস্টিভ্যালে প্রবেশমূল্য লাগে না।
