Liquor: ‘মহিলারা তো টাকা পাচ্ছেন, পুরুষদের প্রতি সপ্তাহে ফ্রি-তে মদ দিন’, বিধানসভায় দাঁড়িয়ে এ কেমন আবদার বিধায়কের!
Liquor: মঙ্গলবার বিধানসভায় মদ ও তার থেকে রাজ্যের পাওয়া রেভিনিউ নিয়ে আলোচনা চলছিল। বিধায়করা নানারকম মত প্রকাশ করছিলেন সেই বিষয়ে।

বেঙ্গালুরু: বিধানসভায় দাঁড়িয়ে বিতর্ক উস্কে দিলেন খোদ বিধায়ক। মদ দেওয়া হোক বিনামূল্যে, এমনই দাবি করে বসেছেন বিধায়ক। তাঁর দাবি, শুধুমাত্র পুরুষদেরই এই বোতল ফ্রি-তে দেওয়া হোক। কর্নাটক বিধানসভার জেডিস বিধায়ক এমটি কৃষ্ণাপ্পার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সে রাজ্য়ের বিরোধী দলের নেতারা।
মঙ্গলবার কর্নাটক বিধানসভায় মদ ও তার থেকে রাজ্যের পাওয়া রেভিনিউ নিয়ে আলোচনা চলছিল। বিধায়করা নানারকম মত প্রকাশ করছিলেন সেই বিষয়ে। একেক জন একেক রকম পরামর্শ দিচ্ছিলেন। তারই মধ্যে এক বিধায়ক দাবি করেন, রাজ্যের সব পুরুষদের ২ বোতল করে মদ বিনামূল্যে দেওয়া উচিত। আবার আর এক বিধায়কের দাবি, রাজ্যে মদ পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হোক।
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বাজেটে মদ থেকে পাওয়া শুল্কের লক্ষ্য়মাত্রা স্থির করা হয়েছে ৪০,০০০ কোটি, গত বছর যা চিল ৩৬,৫০০ কোটি। এই বিষয়ে আলোচনা চলাকালীন জেডিএস বিধায়ক এমটি কৃষ্ণাপ্পা বলেন, “এক বছরে সরকার তিনবার ট্যাক্স বাড়িয়েছে। ফলে দরিদ্র মানুষ অসুবিধায় পড়েছেন। আবারও ট্যাক্স না বাড়ালে ৪০,০০০ হাজার কোটির লক্ষ্যমাত্রায় পৌঁছনো যাবে কীভাবে?”
এরপরই বিধায়ক বলেন, “মহিলাদের অনেক কিছু দেওয়া হচ্ছে। মাসে ২০০০ টাকা, বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে বাসের টিকিট দেওয়া হচ্ছে, কিন্তু পুরুষদের কী দেওয়া হবে? যারা মদ্যপাব করে, তাদের প্রতি সপ্তাহে ২ বোতল করে মদ ফ্রি-তে দেওয়া হোক।” তাঁর এই কথায় হাসির রোল ওঠে বিধানসভায়। তাঁকে জবাব দিয়ে রাজ্যের এনার্জি মিনিস্টার কে জে জর্জ বলেন, “ভোটে জিতে সরকার গঠন করুন, তারপর এগুলো করবেন। আমরা চেষ্টা করছি, যাতে মানুষ মদ কম খায়।”





