AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DRDO: উড়ন্ত ড্রোন থেকেই নিখুঁত নিশানা, উড়ে যাবে শত্রুর গুপ্ত অস্ত্রও! পরীক্ষায় পাশ করে গেল ULPGM-V3

DRDO: এদিনও পরীক্ষার সময় এর কাছে রাখা হয়েছিল বেশ কিছু টার্গেট। সূত্রের খবর, মিসাইলটি পরীক্ষায় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। সোজা কথায় এক্কেবারে ডাইরেক্ট হিট নিশ্চিত করে। মেলে বড়সড় সাফল্য।

DRDO: উড়ন্ত ড্রোন থেকেই নিখুঁত নিশানা, উড়ে যাবে শত্রুর গুপ্ত অস্ত্রও! পরীক্ষায় পাশ করে গেল ULPGM-V3
আরও শক্তি বাড়বে সেনার
| Edited By: | Updated on: Jul 25, 2025 | 6:47 PM
Share

কুর্নুল: আরও শক্তি বাড়ছে ভারতীয় সেনার। ড্রোন থেকেই আক্রমণ শত্রুর মিসাইলে। হ্যাঁ, আগেই এমনটাই সত্যি করছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO. এবার ময়দানে আরও উন্নত ভার্সন। অন্ধ্রপ্রদেশের কুর্নুলের National Open Area Range (NOAR)-এ সফলভাবে পরীক্ষা-নিরীক্ষাও হয়ে গেল। সফল ট্রায়াল হয়ে গেল UAV Launched Precision Guided Missile (ULPGM)-V3-এর। 

ULPGM-V3 হল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এমন এক গাইডেড মিসাইল যা সরাসরি UAV (ড্রোন) থেকে উৎক্ষেপণ করা হয়। আকাশ থেকেই শত্রুর ক্ষেপণাস্ত্রের উপর নিখুঁত নিশানায় টার্গেট হানতে এর জুড়ি মেলা ভার। সীমান্ত এলাকায় দ্রুত, নির্ভুল স্ট্রাইকে সিদ্ধহস্ত। 

এদিনও পরীক্ষার সময় এর কাছে রাখা হয়েছিল বেশ কিছু টার্গেট। সূত্রের খবর, মিসাইলটি পরীক্ষায় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। সোজা কথায় এক্কেবারে ডাইরেক্ট হিট নিশ্চিত করে। অপারেশন সিঁদুরের সময় ৭ মে রাতে ঠিক এমন ধরনের UAV-Launched স্ট্রাইক ভারতের তরফে চালানো হয়েছিল। ওই স্ট্রাইকে শত্রুপক্ষের ভিতরে থাকা জঙ্গিদের লঞ্চ প্যাড, যাবতীয় লজিস্টিক ধ্বংস করা হয়েছিল। ULPGM-এর মতো অস্ত্র সেসময়ে ব্যবহৃত হয়েছিল বলেই সূত্রের খবর। এই ULPGM প্রযুক্তি ভারতের ভবিষ্যতের Loitering Munition ও Swarm Drone Warfare-এর পথ আরও শক্তিশালী করল বলেই মত সমর বিশেষজ্ঞদের।