Taslima Nasrin: ইদ্রিস আলি গ্রেফতার, কোন পরিস্থিতিতে কলকাতা ছেড়েছিলেন তসলিমা?
Taslima Nasrin: ২০০৭-এর ওই নভেম্বর মাসেই তাঁকে কলকাতা ছাড়তে হয়েছিল। সাম্প্রদায়িক অশান্তির আবহে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন বাম সরকার। সম্প্রতি বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও, সেই ঘটনা নিয়ে ক্ষোভের সুর শোনা গিয়েছে তসলিমার লেখনিতে। কিন্তু, ঠিক কী ঘটেছিল? কোন পরিস্থিতিতে কলকাতা ছাড়তে হয়েছিল বিতর্কিত এই লেখিকাকে?

‘ভারতকে ভালোবাসি বলেই এখানে রয়েছি… আমাকে ভারতে থাকতে দিলে কৃতজ্ঞ থাকব।’ গত সোমবার (২২ অক্টোবর), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে সোশ্য়াল মিডিয়ায় লিখেছিলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। এর পরের দিনই তাঁর ভারতে থাকার লং টার্ম রেসিডেন্সিয়াল পারমিট-এর মেয়াদ বাড়ানো হয়েছে। কাজেই নয়া দিল্লিতে থাকতে তাঁর আর কোনও বাধা নেই। তবে, দিল্লিতে কি থাকতে চেয়েছিলেন লেখিকা? মৌলবাদীদের চাপে ১৯৯৪ সালে তাঁকে দেশ ছাড়তে হয়েছিল। এক দশকের বেশি সময় ইউরোপ-আমেরিকায় কাটিয়ে, ২০০৪-এ তিনি তো আশ্রয় নিয়েছিলেন শহর কলকাতায়। কলকাতাকেই নিজের বাড়ি করতে চেয়েছিলেন। ২০০৭-এ রাজস্থানের জয়পুর থেকে ‘দ্য হিন্দু’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি প্রতিদিন স্বপ্ন দেখছি পশ্চিমবঙ্গ এবং কলকাতায় ফিরে যাওয়ার। কলকাতা আমার বাড়ি এবং আমি ফিরে আসতে মরিয়া।” কিন্তু, কলকাতা তাঁকে জায়গা দেয়নি। ২০০৭-এর ওই নভেম্বর মাসেই তাঁকে কলকাতা ছাড়তে হয়েছিল। সাম্প্রদায়িক অশান্তির আবহে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন বাম সরকার। সম্প্রতি বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও, সেই ঘটনা নিয়ে ক্ষোভের সুর শোনা গিয়েছে তসলিমার লেখনিতে। কিন্তু, ঠিক কী ঘটেছিল?...
