Nirmala Sitharaman: ‘সম্পূর্ণ স্বতন্ত্রভাবেই কাজ করে ইডি’, বিরোধীদের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Enforcement Directorate: সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জি-২০ দেশ ও তাদের লক্ষ্য নিয়েও কথা বলেন। তিনি বলেন, "জি-২০-র একাধিক সদস্য দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। বর্তমানে একাধিক প্রতিবন্ধকতা রয়েছে, তবুও আমরা এগিয়ে চলেছি।"

Nirmala Sitharaman: 'সম্পূর্ণ স্বতন্ত্রভাবেই কাজ করে ইডি', বিরোধীদের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছবি:ANI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2022 | 2:14 PM

নয়া দিল্লি: যতই তদন্তের গভীরে নামছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ততই কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।একাধিক রাজ্যেই বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তদন্তে নেমেছে ইডি-সিবিআই। আর তারপরই কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। এবার বিরোধীদের বিরুদ্ধেই মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা করে, তা সম্পূর্ণ স্বাধীনভাবে করে।”

চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন সফরে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার ওয়াশিংটনে একটি অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কী সাধারণ মানুষের পিছনে পড়েছে, তাদের হেনস্থা করছে? উত্তরে তিনি বলেন, “ইডি হল এমন একটি তদন্তকারী সংস্থা অপরাধের ভিত্তিতেই তদন্ত করে। ইডি যে কাজ করে, তা সম্পূর্ণ স্বতন্ত্র। ইডি যেখানেই যাচ্ছে, তার কারণ হল তাদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে।”

সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জি-২০ দেশ ও তাদের লক্ষ্য নিয়েও কথা বলেন। তিনি বলেন, “জি-২০-র একাধিক সদস্য দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। বর্তমানে একাধিক প্রতিবন্ধকতা রয়েছে, তবুও আমরা এগিয়ে চলেছি। জি-২০র সদস্য দেশগুলির সঙ্গে আমাদের মিলিতভাবে কাজ করতে হবে নিজেদের লক্ষ্যে সাফল্য অর্জনের জন্য।”

পুনর্নবিকরণ শক্তির ব্যবহার ও ভারতে এখনও কয়লা ব্যবহারের চল নিয়েও তিনি বলেন, “একাধিক পশ্চিমী দেশ ফের কয়লার ব্যবহার শুরু করেছে। অস্ট্রিয়াও তাই করেছে। ব্রিটেনে সবথেকে পুরনো থার্মাল ইউনিট পুনরায় চালু করা হয়েছে। শুধুমাত্র ভারত নয়, একাধিক দেশই পুনরায় কয়লা ব্যবহার করে শক্তি উৎপাদন শুরু করেছে কারণ গ্যাসের সব জায়গায় পাওয়া যায় না এবং তা সহজলভ্যও নয়।”