Amit Shah: ‘এক ভুল যেন দ্বিতীয়বার না হয়…’ বিরক্ত অমিত শাহ, কড়া বার্তা BJP সাংসদ-বিধায়কদের
Amit Shah-BJP: সাংসদ-বিধায়কদের সতর্ক করে অমিত শাহ বলেন যে বিতর্কিত বা স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করা থেকে যেন সকলে বিরত থাকেন। কয়েকজন ইতিমধ্যেই এই ধরনের ভুল করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

ভোপাল: বিতর্কিত মন্তব্য় করা থেকে বিরত থাকুন। বিজেপি নেতাদের এই পরামর্শই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একবার ভুল হলেও, সেই ভুল যেন বারবার না হয়, তা মনে করিয়ে দেন শাহ।
মধ্য প্রদেশের পাঁচমারিতে তিন দিন ধরে বিজেপি সাংসদ-বিধায়কদের কর্মশালা চলছিল। সেখানেই বক্তব্য রাখেন অমিত শাহ। তিনি সাংসদ-বিধায়কদের বার্তা দিয়ে বলেন, “ভুল একবার হতেই পারে, তবে নিশ্চিত করুন যে সেই ভুল যেন আর না হয়। মুখে লাগাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সম্প্রতিই মধ্য প্রদেশের মন্ত্রী বিজয় শাহ অপারেশন সিঁদুরের অন্যতম কারীগর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। অন্যদিকে উপ মুখ্যমন্ত্রী জগদীশ দেবরা মন্তব্য করেছিলেন যে সেনারা প্রধানমন্ত্রী মোদীর সামনে মাথা নত করেছে। তাঁর এই মন্তব্য ঘিরেও তীব্র বিতর্ক হয়।
সাংসদ-বিধায়কদের সতর্ক করে অমিত শাহ বলেন যে বিতর্কিত বা স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করা থেকে যেন সকলে বিরত থাকেন। কয়েকজন ইতিমধ্যেই এই ধরনের ভুল করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কড়া বার্তা, “শৃঙ্খলাহীনতা ও বেফাঁস মন্তব্য নেতার পাশাপাশি দলের ভাবমূর্তিও নষ্ট করে। এই ধরনের ভুল যেন না হয়।”

