AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 Festival of India 2025: একসঙ্গে নানা ধর্মের মিল, TV9 ফেস্টিভাল অফ ইন্ডিয়াতে এসে মুগ্ধ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল

TV9 Festival of India:  টিভি৯ ফেস্টিভাল অব ইন্ডিয়ার প্রথম দিনে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি এই বিশাল অনুষ্ঠানের আয়োজন দেখে প্রশংসা করেন। দেশের নানা সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মের মেলবন্ধন এক জায়গায় দেখে অভিভূত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।     

TV9 Festival of India 2025: একসঙ্গে নানা ধর্মের মিল, TV9 ফেস্টিভাল অফ ইন্ডিয়াতে এসে মুগ্ধ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল
TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় হাজির কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।Image Credit: TV9 Network
| Updated on: Sep 29, 2025 | 10:58 AM
Share

নয়া দিল্লি: রাজধানীতেও হচ্ছে দেবী দুর্গার আরাধনা।  TV9 নেটওয়ার্কের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফেস্টিভাল অফ ইন্ডিয়ার, যেখানে মা দুর্গার আরাধনা করা হচ্ছে। পাশাপাশি বসেছে বিশাল মেলার আয়োজন করা হয়েছে, থাকছে দেশ-বিদেশের নানা স্টল। দুর্গাপুজোর প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 টিভি৯ ফেস্টিভাল অব ইন্ডিয়ার প্রথম দিনে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি এই বিশাল অনুষ্ঠানের আয়োজন দেখে প্রশংসা করেন। দেশের নানা সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মের মেলবন্ধন এক জায়গায় দেখে অভিভূত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।     

প্রসঙ্গত, TV9 ফেস্টিভাল অফ ইন্ডিয়াতে দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা হাজির হচ্ছেন দেবী দুর্গার পুজো দেখতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ নিতে। গতকাল, অনুষ্ঠানের প্রথম দিনেই ছিল বলিউডের হিট জুটি সচেত-পরম্পরার লাইভ পারফরম্যান্স।

আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সকাল ১০টায় সপ্তমীর পুজো শুরু হয়। চণ্ডী পাঠ ও বিশেষ আরতিরও আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় শুরু হবে ডান্ডিয়া নাইটস, যেখানে পারফর্ম করবেন ডিজে সাহিল গুলাটি। সন্ধে ৭টা থেকে ডিজে ডান্ডিয়া নাইট শুরু হবে।