Amit Shah: UPA সরকার ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতিতে জড়িত: অমিত শাহ
ইউপিএ আমলে দুর্নীতির প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, “১২ লক্ষ কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে থাকা ইউপিএ সরকারকে সরিয়েছে নরেন্দ্র মোদী। দুর্নীতিমুক্ত ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।” এর পর জম্মু ও কাশ্মীরে নাশকতা এবং ৩৭০ ধারার প্রসঙ্গ উত্তাপন করেন।
শ্রীনগর: দুর্নীতি মুক্ত দেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে হওয়া দুর্নীতি রুখেছে মোদীর নেতৃত্বাধীন সরকার। এই প্রসঙ্গে পূর্ববর্তী ইউপিএ সরকারের সঙ্গে তুলনাও করেছেন তিনি। শাহের অভিযোগ, ইউপিএ সরকার ১২ লক্ষ কোটির ‘দুর্নীতির’ সঙ্গে জড়িত। জম্মুতে এক অনুষ্ঠানে গিয়ে এই কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইউপিএ সরকারকে আক্রমণের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের অতীতের পরিস্থিতির জন্য ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং কংগ্রেসকে দায়ী করে কড়া ভাষায় আক্রমণ করেছেন। জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে ৪২ হাজার মানুষের মৃত্যুর দায় কে নেবে সে প্রশ্নও করেছেন।
ইউপিএ আমলে দুর্নীতির প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, “১২ লক্ষ কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে থাকা ইউপিএ সরকারকে সরিয়েছে নরেন্দ্র মোদী। দুর্নীতিমুক্ত ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।” এর পর জম্মু ও কাশ্মীরে নাশকতা এবং ৩৭০ ধারার প্রসঙ্গ উত্তাপন করেন। সেই প্রসঙ্গেই আক্রমণ শানিয়েছেন কংগ্রেস ও কাশ্মীরের আঞ্চলিক দলগুলিতে। এ প্রসঙ্গে শাহ বলেছেন, “তিন পরিবার জম্মু ও কাশ্মীরকে দশকের পর দশক ধরে শাসন করেছে। কিন্তু ৩৭০ ধারার জন্য কোনও উন্নয়নের কাজ হয়নি। সন্ত্রাসবাদের কারণে ৪২ হাজার মানুষ মারা গিয়েছেন। তবুও তারা ৩৭৯০ ধারা বহাল রাখার জন্য দাবি জানায়।”
এই ৪২ হাজার মানুষের মৃত্যুয় দায় কার, তা ন্যাশনাল কনফারেন্স প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা ও পিডিপি প্রধান মেহবুবা মুফতির কাছে জানার ইচ্ছা প্রকাশ করেছেন শাহ। এবং মোদীর আমলে সন্ত্রাসবাদীরা জব্দ হয়েছে বলেও দাবি করেছেন।