Actress Ranya Rao: ডিআরআই হেফাজতে কি শারীরিক অত্যাচার করা হয়েছে? শুনেই অভিনেত্রী বললেন…
Actress Ranya Rao: এদিন বেঙ্গালুরু বিশেষ আদালতে তোলা হয়েছিল রান্য রাওকে। সেখানে বিচারক তাঁর কাছে জানতে চান, ডিআরআই হেফাজতে কি তাঁকে শারীরিক অত্যাচার করা হয়েছে? বিচারকের প্রশ্নের জবাবে কন্নড় এই অভিনেত্রী বলেন, "শারীরিক অত্যাচার করা হয়নি। তবে মৌখিক অত্যাচার করা হয়েছে।"

বেঙ্গালুরু: সোনা পাচারের অভিযোগ। ১৪ কোটি টাকার বেশি সোনা-সহ বেঙ্গালুরু বিমানবন্দরে ধরা পড়েছেন। ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) হেফাজতে রয়েছেন কন্নড় অভিনেত্রী রান্য রাও। সোমবার আদালতে তিনি দাবি করেন, ডিআরআই হেফাজতে তাঁর উপর শারীরিক অত্যাচার করা না হলেও মৌখিক অত্যাচার করা হয়েছে। তিনি মানসিকভাবে বিধ্বস্ত বলেও এদিন আদালতে মন্তব্য করেন কন্নড় এই অভিনেত্রী।
গত ৩ মার্চ সোনার বার পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার করা হয় রান্য রাওকে। তাঁর কাছ থেকে ১৪.২ কেজি সোনার বার পাওয়া যায়। যার বর্তমান বাজারমূল্য ১৪.৫৬ কোটি টাকা। রামচন্দ্র রাও নামে এক আইপিএস অফিসারের সৎ মেয়ে রান্য দুবাই থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নেমেছিলেন। মাত্র ১৫ দিনে ৪ বার তিনি দুবাই সফর করাতেই ডিআরআই অফিসারদের সন্দেহ বাড়ছিল।
এদিন বেঙ্গালুরু বিশেষ আদালতে তোলা হয়েছিল রান্য রাওকে। সেখানে বিচারক তাঁর কাছে জানতে চান, ডিআরআই হেফাজতে কি তাঁকে শারীরিক অত্যাচার করা হয়েছে? বিচারকের প্রশ্নের জবাবে কন্নড় এই অভিনেত্রী বলেন, “শারীরিক অত্যাচার করা হয়নি। তবে মৌখিক অত্যাচার করা হয়েছে। এবং তাঁকে হুমকি দেওয়া হয়েছে।” তিনি মানসিকভাবে বিধ্বস্ত বলেও আদালতে দাবি করেন রান্য।
এই খবরটিও পড়ুন




যদিও কন্নড় এই অভিনেত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছে ডিআরআই। আদালতে জানায়, গ্রেফতারের সময় থেকে জিজ্ঞাসাবাদ। পুরো প্রক্রিয়ার সিসিটিভি ফুটেজ রয়েছে। দুই পক্ষের বক্তব্য শোনার পর কন্নড় এই অভিনেত্রীকে ২৪ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে, রান্যর জামিনের আবেদনের শুনানি হবে মঙ্গলবার।





