AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vice Presidential Election: হবে প্রতীকী নির্বাচন! উপরাষ্ট্রপতি ভোটের আগে সাংসদদের শিখিয়ে-পড়িয়ে নিতে চায় ‘ইন্ডিয়া’ নেতারা

VP Election 2025: যোগ দেবেন বিরোধী শিবিরের সাংসদরা। তার আগে দুপুর আড়াইটে নাগাদ সংবিধান সদন রয়েছে 'প্রতীকী নির্বাচন'। ওয়াকিবহাল মহল বলছেন, কংগ্রেস সাংসদের বাসভবনে আয়োজিত এই নৈশভোজ আসলে 'লাস্ট মিনিট প্রিপারেশন'।

Vice Presidential Election: হবে প্রতীকী নির্বাচন! উপরাষ্ট্রপতি ভোটের আগে সাংসদদের শিখিয়ে-পড়িয়ে নিতে চায় 'ইন্ডিয়া' নেতারা
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Sep 07, 2025 | 8:07 PM
Share

নয়াদিল্লি: হবে প্রতীকী নির্বাচন। কীভাবে গোপন ব্যালটে ভোট দিতে হয়, তাই বিরোধী সাংসদদের শিখিয়ে-পড়িয়ে দিতে চান ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতারা। মঙ্গলবার রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন। ধনখড়ের পর কে? নির্বাচনের মাধ্য়মে হবে বাছাই। শাসক শিবিরের মনোনীত প্রার্থী হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। বিরোধী শিবিরের প্রার্থী হয়েছেন, বি সুদর্শন রেড্ডি। আর ভোট যাতে ঠিক জায়গায় পড়ে, তা নিশ্চিত করতেই তৎপর ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতারা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, সোমবার অর্থাৎ আগামিকাল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবনে হতে চলে নৈশভোজ। যোগ দেবেন বিরোধী শিবিরের সাংসদরা। তার আগে দুপুর আড়াইটে নাগাদ সংবিধান সদন রয়েছে ‘প্রতীকী নির্বাচন’। ওয়াকিবহাল মহল বলছেন, কংগ্রেস সাংসদের বাসভবনে আয়োজিত এই নৈশভোজ আসলে ‘লাস্ট মিনিট প্রিপারেশন’।

৯ই সেপ্টেম্বরের নির্বাচনের জন্য রাজ্যসভার সাধারণ সভাপতি পিসি মুডি-কে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ সংসদের বাসুধা ভবনের রুম নং এফ ১০১-এ ভোটাভুটি পর্বের আয়োজন করা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন সাংসদরা। শুধুই বিরোধীরা নয়। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৎপর হয়েছে শাসক শিবিরও। সোমবার বিজেপির দ্বিতীয় দিনের কর্মশালায় আলোচনার প্রসঙ্গই এই নির্বাচন। কীভাবে গোপন ব্যালটে ভোট দিতে হয়, সাংসদদের সেই প্রশিক্ষণই দেবেন শীর্ষ নেতারা।