AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Train Cancel: আবার ১১টি ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, তালিকায় কোন কোন লোকাল দেখে নিন

Local Trains cancelled: এই সমস্ত ট্রেন বাতিলের পাশাপাশি 37365 হাওড়া–আরামবাগ লোকালের যাত্রাপথ সংক্ষেপিত করা হচ্ছে। ওইদিন ওই ট্রেনটি আরবাগের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত যাবে। একইসঙ্গে সময়সূচিতেও পরিবর্তন হচ্ছে বেশ কিছু ট্রেনে।

Howrah Train Cancel: আবার ১১টি ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, তালিকায় কোন কোন লোকাল দেখে নিন
ফের এল বিবৃতি Image Credit: Rupak De Chowdhuri/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Nov 07, 2025 | 7:54 PM
Share

কলকাতা: কয়েকদিন আগেই হয়েছিল। এবার ফের ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। চলতি মাসের শুরুতেই একযোগ বাতিল ছিল ১২টি লোকাল ট্রেন। এবার ফের আরও এক সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন। ৯ তারিখ হাওড়া ডিভিশনের একাধিক রুটে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। অন্যদিকে ওই দিন বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সূচিতেও বদল আনা হয়েছে। 

ইঞ্জিনিয়রিং, ওভারহেড ইকুইপমেন্ট (OHE) ও সিগন্যাল রক্ষণাবেক্ষণ কাজের জন্যই ৯ নভেম্বর একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে বলে জানা যাচ্ছে। ফলে অন্য়বারের মতো এবারও যে যাত্রী দুর্ভোগের ছবি দেখা যেতে চলেছে তা বলাই বাহুল্য। সে কারণেই আগাম বাতিলের কথা ঘোষণা করে বিবৃতি দিল রেল। 

৯ তারিখ বাতিল থাকছে যে সমস্ত ট্রেন 

  • হাওড়া থেকে: 37055, 37249, 37363, 36823
  • ব্যান্ডেল থেকে: 37246, 37749
  • বর্ধমান থেকে: 36834
  • শেওড়াফুলি থেকে: 37056
  • আরামবাগ থেকে: 37364, 37396
  • কাটোয়া থেকে: 37748

এই সমস্ত ট্রেন বাতিলের পাশাপাশি 37365 হাওড়া–আরামবাগ লোকালের যাত্রাপথ সংক্ষেপিত করা হচ্ছে। ওইদিন ওই ট্রেনটি আরবাগের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত যাবে। একইসঙ্গে সময়সূচিতেও পরিবর্তন হচ্ছে বেশ কিছু ট্রেনে। 53009 কাটোয়া–আজিমগঞ্জ লোকাল ১২টার পরিবর্তে দুপুর ১২টা ৩০ মিনিটে ছাড়বে। 12338 বোলপুর–হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ১টা ১৫ মিনিটের পরিবর্তে ১টা ৫০ মিনিটে বোলপুর থেকে ছাড়ছে। এদিকে কিছুদিন আগেই হাওড়া, ব্য়ান্ডেল, বর্ধমান, শেওড়াফুলির পাশাপাশি আরামবাগ, কাটোয়া থেকে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল ছিল। সেবারও সিগন্যালিংয়ের কাজের পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন বাতিলের কথা জানিয়েছিল রেল।