AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: ফের ১২টি ট্রেন বাতিল হওড়া শাখায়, দেখে নিন পুরো তালিকা

Local Train cancellation: সাম্প্রতিককালে শুধু হাওড়া ডিভিশনে নয়, শিয়ালদহ শাখাও লাগাতার বাতিল থেকে লোকাল ট্রেন। সিগন্যাল, ট্র্যাক, ওভারহেডের রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘসময় ধরে চলেছে কাজ। দফায় দফায় চলেছে ট্রেন বাতিল। তবে যাত্রী দুর্ভোগ কিছুটা কমাতে সিংহভাগ ক্ষেত্রেই সপ্তাহান্তেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Howrah: ফের ১২টি ট্রেন বাতিল হওড়া শাখায়, দেখে নিন পুরো তালিকা
Image Credit: Social Media
| Edited By: | Updated on: Oct 31, 2025 | 10:19 PM
Share

কলকাতা: ফের ট্রেন বাতিল। ফের সপ্তাহান্তে ভোগান্তির আশঙ্কা হাওড়া ডিভিশনে। বিবৃতি জারি করে ট্রেন বাতিলের কথা জানিয়ে দিল পূর্ব রেল। সিগন্যালিংয়ের কাজ-সহ নানা ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে ২ নভেম্বর। একইসঙ্গে বেশ কিছু ট্রেনের সময়সূচিও বাতিল করা হয়েছে। যাত্রাপথ সংক্ষেপিত হয়েছে। 

২ তারিখ যে সমস্ত ট্রেন বাতিল থাকছে… 

 হাওড়া থেকে: ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩

 ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬, ৩৭৭৪৯

 বর্ধমান থেকে: ৩৬৮৩৪

 শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬

 আরামবাগ থেকে: ৩৭৩৬৪, ৩৭৩৯৬

 কাটোয়া থেকে: ৩৭৭৪৮ 

একইসঙ্গে ৩৭৩৬৫ হাওড়া–আরামবাগ লোকাল ট্রেন আরামবাগের পরিবর্তে তারকেশ্বরে গিয়ে যাত্রা শেষ করবে। পাশাপাশি ৫৩০০৯ কাটোয়া–আজিমগঞ্জ লোকাল ট্রেন কাটোয়া থেকে ছাড়বে দুপুর সাড়ে ১২টায়। আগে সময় ছিল দুপুর ১২টা। ১২৩৩৮ বোলপুর–হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়বে ১টা ৫০ মিনিটে। আগে সময় ছিল ১ টা ১৫। সিগন্যাল রক্ষণাবেক্ষণের পাশাপাশি ওই দিন হাওড়া ডিভিশনে ইঞ্জিনিয়ারিং, ওভারহেড ইকুইপমেন্টের বেশ কিছু কাজ হবে বলে জানা যাচ্ছে। 

সাম্প্রতিককালে শুধু হাওড়া ডিভিশনে নয়, শিয়ালদহ শাখাও লাগাতার বাতিল থেকে লোকাল ট্রেন। সিগন্যাল, ট্র্যাক, ওভারহেডের রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘসময় ধরে চলেছে কাজ। দফায় দফায় চলেছে ট্রেন বাতিল। তবে যাত্রী দুর্ভোগ কিছুটা কমাতে সিংহভাগ ক্ষেত্রেই সপ্তাহান্তেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একটানা বেশ কিছুদিনও ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে। ব্যাপক দুর্ভোগের মধ্যেও পড়তে হয়েছে যাত্রীদের। তবে এরইমধ্যে বেশ কিছু নতুন এসি লোকালও চালু হয়েছে শিয়ালদহ ডিভিশনে। তাতে কিছুটা হলেও ফিরেছে স্বস্তি।