AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train Cancelled: পুজোর মুখে হাওড়া-বর্ধমান মেন ও কর্ড শাখায় বাতিল একগুচ্ছ লোকাল

Local Train Cancelled: একইসঙ্গে একইদিনে আবার বর্ধমান স্টেশনে সুইচ পয়েন্টে কাজ হবে। সে কারণেও আবার বেশ কিছু লোকাল বাতিল থাকছে বলে রেলের তরফে জানানো হয়েছে। সে কারণেই একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে।

Local Train Cancelled: পুজোর মুখে হাওড়া-বর্ধমান মেন ও কর্ড শাখায় বাতিল একগুচ্ছ লোকাল
একনজরে দেখে নিন বাতিলের তালিকাImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 9:45 PM
Share

কলকাতা: পুজোর মুখে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হাওড়া শাখায়। রেল লাইনের রক্ষাণাবেক্ষণ, সিগন্যাল ও ওভারহেডে কাজ হবে আগামী রবিবার। সে কারণে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খনা-গুমানি শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল হতে চলেছে। 

বাতিল থাকছে 

হাওড়া থেকে 37315

ব্যান্ডেল থেকে 37749

কাটোয়া থেকে 37748, 03095 

আজ়িমগঞ্জ থেকে 03096

তারাকেশ্বর থেকে 37326

একইসঙ্গে একইদিনে বেশকিছু লোকাল ট্রেনের সময় বদলে যাচ্ছে। 37328 তারকেশ্বর – হাওড়া লোকালের সময় ১৫ মিনিট বদলে যাচ্ছে। 13188 রামপুরহাট – শিয়ালদহ মা তারা এক্সপ্রেসের সময় ৩০ মিনিট বদলে যাচ্ছে। 03590 রামপুরহাট – বর্ধমান মেমু প্যাসেঞ্জারের সময় ২০ মিনিটের জন্য বদলে যাচ্ছে। একইসঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদলে যাচ্ছে। 12304 নতুন দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস, 13015 হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস, 12347 হাওড়া – রামপুরহাট এক্সপ্রেস এবং 03112 গোড্ডা – শিয়ালদহ মেমু স্পেশাল যথাক্রমে ২০ মিনিট, ৫০ মিনিট, ৩০ মিনিট এবং ৬০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।

একইসঙ্গে একইদিনে আবার বর্ধমান স্টেশনে সুইচ পয়েন্টে কাজ হবে। সে কারণেও আবার বেশ কিছু লোকাল বাতিল থাকছে বলে রেলের তরফে জানানো হয়েছে। 

কর্ড লাইনে বাতিল থাকছে 

হাওড়া থেকে 36825, 36827, 36829, 36831

বর্ধমান থেকে 36838, 36840, 36842, 36844, 36848

মেইন লাইনে বাতিল থাকছে 

হাওড়া থেকে 37821, 37823, 37825, 37827, 37829, 37835

বর্ধমান থেকে 37834, 37838, 37840, 37842, 37848