AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal SIR News: SIR প্রস্তুতিতে ফুল মার্কস পেল বাংলা, তবে BLO-দের প্রশ্নে হিমশিম কমিশন

Special team of ECI: বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন আগেই হয়েছে। এরপর বঙ্গের ভোটের আগে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ দল আসে এখানে। SIR নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই বাংলায় আসে তারা। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিশেষ নজর দেওয়ার পাশাপাশি রাজারহাট-গোপালাপুরে সব আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা

Bengal SIR News: SIR প্রস্তুতিতে ফুল মার্কস পেল বাংলা, তবে BLO-দের প্রশ্নে হিমশিম কমিশন
SIR প্রস্তুতিতে খুশ কমিশনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 11, 2025 | 7:58 PM
Share

কলকাতা: বাংলায় SIR প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিল কমিশনের বিশেষ দল। SIR প্রস্তুতি নিয়ে রিপোর্টে ফুল মার্কস পেল এ রাজ্য। একাধিক জেলা শাসক ও বিএলওদের কাজ ও প্রশ্ন উত্তরে খুশি কমিশন। তবে, SIR নিয়ে বাংলার নির্বাচনী আধিকারিক এবং বিএলওদের একাধিক প্রশ্নে হিমশিম নির্বাচন কমিশন।

সূত্রের খবর, এর আগে বিহারেও এত প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাঁদের। ঘনিষ্ঠ মহলে স্বীকার দুই কর্তার। ইতিমধ্যেই দু’দিনের সফরে এসে রাজ্যের বিভিন্ন জেলার SIR প্রস্তুতি নিয়ে বৈঠক করেন এই রাজ্যের দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেস ভারতী সহ বিশেষ টিম। সেই টিম দলকেই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় জেলার বৈঠকে। আর এই প্রশ্নের সম্মুখীন হয়েই কার্যত হিমশিম খেয়েছে স্বয়ং নির্বাচন কমিশনের বিশেষ দল এমনটাই কমিশন সূত্রের খবর।

বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন আগেই হয়েছে। এরপর বঙ্গের ভোটের আগে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ দল আসে এখানে। SIR নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই বাংলায় আসে তারা। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিশেষ নজর দেওয়ার পাশাপাশি রাজারহাট-গোপালাপুরে সব আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। মূলত, কমিশনের আধিকারিক জানিয়েছেন, বাঁকুড়ায় ২০০২ সালের ভোটার তালিকার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের অনেকের নাম ২০২৫ সালের তালিকায় পাওয়া যায়নি।

এ দিকে, কমিশন আর রাজ্যের মধ্য়ে সংঘাত শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের কমিশনের তরফে। বাংলায় ERO নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে। কেন SDO-র নীচের পদমর্যাদার লোককে নিয়োগ করা হয়েছে সেই প্রশ্নই তোলা হয়েছে।