Bhangar: সাত সকালে দুর্ঘটনার মুখে শওকতের কনভয়, কোনও ক্রমে রক্ষা পেলেন বিধায়ক
Saokat Molla: মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বামনঘাটা এলাকায়। এদিন সকালে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তাঁর কনভয় নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন।

ভাঙড়: সাত সকালে দুর্ঘটনার মুখে বিধায়কের কনভয়। কোনও ক্রমে রক্ষা পেলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কনভয়ে থাকা একটি গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনায় আহত হয়েছেক এক বাইক-আরোহী।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বামনঘাটা এলাকায়। এদিন সকালে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তাঁর কনভয় নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন। সেই সময় কনভয়ের সামনে থাকা কলকাতা পুলিশের পাইলট কারের অ্যাক্সেলেটর ভেঙে যায়। গাড়িটি সামনে থাকা একটি মোটর বাইকে ধাক্কা মারে।
শুধু তাই নয়, ইলেকট্রিক পোস্টেও ধাক্কা মারে ওই গাড়িটি। তার পিছনেই ছিল বিধায়কের গাড়ি। অল্পের জন্য রক্ষা পায় বিধায়কের গাড়ি। চালক সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে যায়। এই ঘটনায় মোটর বাইকটি সম্পূর্ণ ভেঙে যায়। পাইলট কারের সামনের অংশও পুরো ভেঙে গিয়েছে। আহত বাইক চালককে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেন বিধায়ক।
গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীর এসএসকেএমে চিকিৎসা চলছে। কড়েয়া থানা এলাকার ব্রাইডস্ট্রিট এ বাড়ি আহত বাইক আরোহী মহম্মাদ তাজউদ্দিনের।
পাইলট কারের অ্যাক্সেলেটর ভেঙে পড়াতেই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। কয়েক মাস আগে ভাঙড়ে শওকত ঘনিষ্ঠ এক নেতাকে খুন করা হয়। গুলি করে খুন করা হয় তাঁকে।
