RG Kar Case: তিলোত্তমার বিচার চাই, কলকাতায় গর্জে উঠলেন কোচবিহারের একাধিক স্কুলের প্রাক্তনীরা
RG Kar Case: জেলার অনেক পড়ুয়াই বর্তমানে পেশাগত কারণে রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছেন। অনেকেই আছেন কলকাতাতেও। তাঁরাই মূলত জমায়েত করেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন গেটের সামনে। মোমবাতি জ্বালিয়ে চলে প্রতিবাদ।
কলকাতা: আরজি কর কাণ্ডে ফুঁসছে বাংলা, ফুঁসছে গোটা দেশ। দিকে দিকে চলছে প্রতিবাদ-আন্দোলন। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। রাজনীতির ময়দানে ঝড় তো উঠেইছে, সঙ্গে আইনজীবী থেকে তথ্য-প্রযুক্তি কর্মী, পথে নেমেছেন সমাজের প্রায় সর্বস্তরের মানুষ। গর্জে উঠেছে স্কুল পডুয়ারা। এবার কলকাতার বুকে প্রতিবাদের ডাক দেয় কোচবিহার জেলার বিভিন্ন স্কুলের প্রাক্তন পড়ুয়ারা।
জেলার অনেক পড়ুয়াই বর্তমানে পেশাগত কারণে রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছেন। অনেকেই আছেন কলকাতাতেও। তাঁরাই মূলত জমায়েত করেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন গেটের সামনে। মোমবাতি জ্বালিয়ে চলে প্রতিবাদ। জাস্টিস ফর আরজি কর স্লোগানও ওঠে। সকলের একটাই দাবি, তিলোত্তমা কাণ্ডের দ্রুত বিচার হোক। শাস্তি পাক দোষীরা। প্রাক্তনীদের পক্ষ থেকে নীলাঞ্জন দাম বলছেন, “জেলার নানা স্তর থেকে প্রাক্তনীরা একজোট হয়েছিলেন। এই ধরনের আন্দোলন সুদূর অতীতেও দেখা যায়নি। আশা করব অন্যান্য জেলার প্রাক্তনীরাও একইভাবে রাজধানীর বুকে আন্দোলন করবে। তিলোত্তমার জাস্টিসের জন্য জোরালো দাবি তুলবে।”
মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো পরীক্ষায় বারবার ভাল ফল করে এসেছে কোচবিহার সুনীতি অ্যাকাডেমি। সেই স্কুলের প্রাক্তনীরাও এদিন একজোট হয়েছিলেন। এক সময় এই স্কুলে পড়েছিলেন ডঃ নবনীতা দে। তিনি জানাচ্ছেন, কোচবিহার শহরেও আগামী সোমবার প্রাক্তন পড়ুয়াদের যৌথ মঞ্চের তরফে একইরকম কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি ঘটনায় এক মাত্র ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। এমতাবস্থায় ঘটনা কোনদিকে মোড় নেয় সেদিকে নজর রয়েছে সব মহলের।