Kolkata Metro: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মেট্রোয় কত যাত্রী যাতায়াত করেছেন? মেট্রো কর্তৃপক্ষ বলছে…
Kolkata Metro commuters: মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে গড়ে ৭ লক্ষ ৪৯ হাজার যাত্রী মেট্রো চড়েছেন। অর্থাৎ এই গড়ে প্রথম সাত দিনে ৫০ লক্ষের মতো যাত্রী মেট্রো চড়েছেন বলে মেট্রো কর্তৃপক্ষ মনে করছে। এর মধ্যে গ্রিন লাইনে ১ এবং ৪ সেপ্টেম্বর ২ লক্ষের বেশি করে যাত্রী যাতায়াত করেছেন।

কলকাতা: হাওড়া থেকে সল্টলেক আসার সরাসরি মেট্রো চালু। এবং আরও দুটি রুটে মেট্রোর উদ্বোধনের পর যাত্রী সংখ্যা বেড়েছে। বিশেষ করে হাওড়া-সল্টলেক রুটে যাত্রী সংখ্যা নজর কাড়ছে। আবার কিছুদিন পরই দুর্গোৎসব। তার আগে কেনাকাটা করতে যাওয়ার জন্যও যাত্রীরা মেট্রোকে বেছে নিচ্ছেন। ফলে ভিড় ক্রমশ বাড়ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কত যাত্রী যাতায়াত করেছে মেট্রোতে? সেই তথ্য জানাল মেট্রো কর্তৃপক্ষ।
চলতি মাসের প্রথম তারিখ অর্থাৎ ১ সেপ্টেম্বর ৮ লক্ষ ৭ হাজারের বেশি যাত্রী মেট্রোতে যাতায়াত করেছেন। আবার ৪ সেপ্টেম্বর সেই সংখ্যাটা ছিল ৭ লক্ষ ৮৬ হাজারের বেশি। আবার ৬ সেপ্টেম্বর ৭ লক্ষ ১৩ হাজারের বেশি যাত্রী মেট্রোতে চড়েছেন। সপ্তাহান্তে মূলত পুজোর কেনাকাটা করতে যাওয়া মানুষই মেট্রোতে বেশি চড়েছেন বলে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য। তাদের বক্তব্য, প্রথম ৬ দিনে গড়ে ৭ লক্ষ ৪৯ হাজার যাত্রী মেট্রো চড়েছেন। অর্থাৎ এই গড়ে প্রথম সাত দিনে ৫০ লক্ষের মতো যাত্রী মেট্রো চড়েছেন বলে মেট্রো কর্তৃপক্ষ মনে করছে। এর মধ্যে গ্রিন লাইনে ১ এবং ৪ সেপ্টেম্বর ২ লক্ষের বেশি করে যাত্রী যাতায়াত করেছেন।
এর আগে অগস্টের শেষ সপ্তাহে অর্থাৎ ২৫ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত মেট্রোতে যাত্রী সংখ্যা ছিল ৪৯ লক্ষ ১৮ হাজার। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, এই পরিসংখ্যান বলছে যে যাতায়াতের ক্ষেত্রে মেট্রোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন যাত্রীরা। কারণ, অনেক কম সময়ে গন্তব্য স্থানে পৌঁছে যাওয়া যায়। কোনওরকম যানজটে আটকে পড়ার সম্ভাবনা থাকে না। পুজোর সময় মেট্রোয় যাত্রীসংখ্যা নতুন রেকর্ড করবে বলে কর্তৃপক্ষের আশা।
