Asok Bhattacharya: পত্মীহারা হলেন বাম নেতা অশোক ভট্টাচার্য, নিজেই দিলেন দুঃসংবাদ

Ratna Bhattacharya: পুজোর আগে থেকেই অসুস্থ ছিলেন রত্না দেবী। পড়ে গিয়ে হাত ভেঙে যায় তাঁর।

Asok Bhattacharya: পত্মীহারা হলেন বাম নেতা অশোক ভট্টাচার্য, নিজেই দিলেন দুঃসংবাদ
সস্ত্রীক অশোক ভট্টাচার্য
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2021 | 9:25 AM

কলকাতা: প্রয়াত বাম নেতা ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের (Asok Bhattacharya) স্ত্রী রত্না ভট্টাচার্য (Ratna Bhattacharya)। বিগত কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ সকালে মৃত্যু হয় তাঁর।

পুজোর আগে থেকেই অসুস্থ ছিলেন রত্না দেবী (Ratna Bhattacharya)। পড়ে গিয়ে প্রথমে হাত ভেঙে যায় তাঁর। এরপর শরীরে অন্য জটিলতা দেখা দেয়। প্রথমে শিলিগুড়িতে (Siliguri) দীর্ঘদিন চিকিৎসা চলছিল তাঁর। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতার অ্যাপলো হাসপাতালে (Apollo Hospital) ভর্তি করা হয় তাঁকে। আজ পত্নী বিয়োগের খবর নিজেই দেন বাম নেতা।

রত্নাদেবীর মৃত্যুতে শোকার্ত গোটা পরিবার। স্ত্রীর স্মৃতিচারণা করতে গিয়ে ফেসবুকে অশোক ভট্টাচার্য লেখেছেন, ‘কিছুক্ষণ আগে চলে গেল আমার ৪১ বছরের জীবনের সঙ্গী, আমার লড়াই সংগ্রামের সাথী, আমার অনুপ্রেরণা, আমার সাহস, আমার কাজ, আমার মানুষের পাশে থাকা আমার স্ত্রী রত্না ভট্টাচার্য। ও শুধু আমাদের পার্টির একজন সদস্য ছিল না, ছিল একজন লড়াকু। আমার সহধর্মিনী বলে বলছি না, উনি ছিলেন একজন প্রকৃত ভাল মেয়ে, একজন উদার, নমনীয় ব্যক্তি। যিনি সবাইকে ভালোবাসতে পারতেন। মন্ত্রী বা মেয়রের স্ত্রী হিসেবে ওনার নিজের মধ্যে কোনও দিন কোনও রকম ঔদ্ধত্ব ছিল না। এমনকী, নিজের পরিচয়ও সেইভাবে কাউকে দিতেন না। বহু মানুষ, বহু রাজনীতিবিদ, বহু খেলোয়াড়ের সঙ্গে আমার স্ত্রী ভালো সম্পর্ক ছিল। অনেক খেলোয়াড়রা তাঁকে নিজের কাকিমা বলে মনে করতেন। বর্তমানে ওঁর দেহ কলকাতার অ্যাপলো হাসপাতালে শায়িত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত আমার পরিবার ও পার্টির পক্ষ থেকে নেওয়া হলে জানিয়ে দেব।’

আরও পড়ুন: Subrata Mukherjee: পাঁচ মাসেই আগেই সতর্ক করেছিলেন চিকিৎসকরা, এখনও সঙ্কটমুক্ত নন সুব্রত