AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi: ইউরোপে বিস্ফোরণ হলে দায় হবে ভারতের! দেখুন কী ঘটছে বাংলায়?

Bangladeshi: জাল পাসপোর্টের রমরমা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। তদন্তে এবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। SCO  অর্থাৎ সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন থেকে  তদন্তভার নিতে চলছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

Bangladeshi: ইউরোপে বিস্ফোরণ হলে দায় হবে ভারতের! দেখুন কী ঘটছে বাংলায়?
বাংলাদেশিদের ভারতীয় পাসপোর্ট তৈরি করার ঝোঁকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 19, 2024 | 3:58 PM
Share

কলকাতা:  ইউরোপীয় দেশে যেতে বাংলাদেশি নাগরিকদের কাছে তুঙ্গে ভারতীয় পাসপোর্টের চাহিদা। সূত্রের খবর, শেষ ৫ বছরে এই চক্রের হাত ধরে প্রায় ৩ হাজার ভারতীয় পাসপোর্ট ইস্যু হয়েছে। বাংলাদেশের নাগরিকদের ইউরোপে কাজে ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। সে কারণেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে মোটা টাকার বিনিময়ে ভারতীয় পাসপোর্ট বিক্রি করে এক চক্র। সেই পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি দেয় বাংলাদেশি নাগরিকরা।  ভুয়ো পাসপোর্ট চক্রের তদন্তে তদন্তকারীদের নজরে রাজ্যের তিন জেলা। সূত্রের খবর, দুই ২৪ পরগনা এবং নদিয়া জেলাতে ছিল এই চক্রের রমরমা রয়েছে। তদন্তকারীদের নজরে এই সব জেলার ডাক বিভাগ, পাসপোর্ট সেবা কেন্দ্র এবং DIB অফিস।

জাল পাসপোর্টের রমরমা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। তদন্তে এবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। SCO  অর্থাৎ সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন থেকে  তদন্তভার নিতে চলছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। লালবাজার সূত্রে খবর, মামলার গুরুত্ব বুঝেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ‍্যে তদন্ত নিয়ে খোঁজ নিচ্ছে গোয়েন্দা বিভাগ। নথি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে লালবাজারের অন্দরে।

ভুয়ো পাসপোর্ট রুখতে পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে লালবাজারের তরফে। দিন কয়েক আগেই লালবাজারের তরফে জারি করা ওই নির্দেশিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে শহরের প্রত্যেকটি থানায়। নতুন করে পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়লে, আবেদনকারীকে থানায় ডেকে নথি যাচাই করলেই হবে না। দ্বায়িত্বপ্রাপ্ত অফিসারদের স্বশরীরে আবেদনকারীর ঠিকানায় পৌঁছে সব কিছু যাচাই করতে হবে। এলাকায় খোঁজ খবর নিতে হবে। ভুয়ো নথি এবং পাসপোর্ট তৈরির চক্র এর আগেও বিভিন্ন সময়ে সমানে এসেছে। চক্রের সঙ্গে যুক্ত এজেন্ট সহ অনেকই বিভিন্ন এজেন্সির হাতে গ্রেফতার হয়েছে।