Bhawanipur Assembly By-election 2021: অ্যাসিড টেস্টের চূড়ান্ত পর্ব! অ্যাসিড টেস্টের চূড়ান্ত পর্ব! ভবানীপুরের উপনির্বাচনে মমতার মনোনয়ন পেশ
Bhawanipur Assembly By-election 2021: মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। ফল ঘোষণার দিন একটা মারাত্মক টুইস্ট হয়। প্রথমে কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছেন।
কলকাতা: উপনির্বাচনে (Bhawanipur Assembly By-election 2021) ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রী তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
একুশের নির্বাচনে পাখির চোখ ছিল নন্দীগ্রাম। দুই হেভিওয়েটের কট্টর লড়াই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। ফল ঘোষণার দিন একটা মারাত্মক টুইস্ট হয়। প্রথমে কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছেন। পরে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার কিছুক্ষণ পর ফের ঘোষণা হয়, জিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ফল নিয়ে জটিলতা এখন আদালতে বিচারাধীন। ৬ মাসের মধ্যে কোন একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। না হলে একটি সাংবিধানিক জটিলতা তৈরি হবে। সেক্ষেত্রে ‘ঘরের মেয়ে’ তাঁর ‘ঘর’ থেকেই লড়ার সিদ্ধান্ত নেন। সেদিক থেকে বিচার করলে, এবারের উপনির্বাচনের এপিসেন্টার হল ভবানীপুর। ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার কর্মিসভার মধ্যে দিয়ে প্রচারে নামেন খোদ তৃণমূল নেত্রী। কর্মিসভায় তিনি বলেন, ‘ ২0২৪-এর দিকে তাকিয়ে একটা বড় খেলা হবে। এই খেলা হয়ে গেলে সব খেলায় জিততে হবে।’ তিনি মনে করিয়ে দেন ভবানীপুরের উপনির্বাচনের পরই রয়েছে পুরসভা নির্বাচন। সেখানেও জয় কনফার্ম করতে হবে।
নন্দীগ্রাম কেন্দ্রে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করার সময় মমতা বলেছিলেন, ‘ভবানীপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজো বোন।’ তিনি জানিয়েছিলেন পারলে ভবানীপুর আর নন্দীগ্রাম দুই কেন্দ্র থেকেই লড়তে চান তিনি।
ফল প্রকাশের পর নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘নন্দীগ্রাম না জিতে ভালোই হয়েছে। বারবার ওখানে যেতে হত।’ আর এদিনের কর্মসমিতির বৈঠক শেষে বলেন, “‘ভবানীপুরের মানুষ নিশ্চয় চেয়েছিলেন, তাই আমি আমার এখানে লড়তে পারছি।'”
বিধানসভা নির্বাচনে ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে ২৮ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি পদত্যাগ করায় এবার সেখানে প্রার্থী মমতা স্বয়ং।
এদিকে, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপিও। উপনির্বাচনে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
উল্লেখ্য, মোট ৩২ টি আসনে উপনির্বাচনের কথা ছিল। কিন্তু শিকে ছিঁড়েছে একমাত্র ভবানীপুরের। যা নিয়ে রাজনীতির জল কম ঘোলা হয়নি। ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা করতে অবশ্য রাজ্যকেও কম কাঠ-খড় পোড়াতে হয়নি। এবারের উপনির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই ভবানীপুরে। । অন্যদিকে, ভবনীপুরে সিপিএমের তরফে দাঁড় করানো হয়েছে শ্রীজীব বিশ্বাসকে। যুযুধান প্রতিপক্ষ ইতিমধ্যেই নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, ‘২৪ এর নির্বাচনের আগে এটি মূলত তৃণমূলের অ্যাসিড টেস্ট।
আরও পড়ুন: WB Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় তৃতীয় চার্জশিট জমা করল সিবিআই