Biman Basu on Bharat Jodo Yatra: ‘কেউ কামড়াবে না’, কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ প্রসঙ্গে মন্তব্য বিমানের
CPM Leader Biman Basu: সোমবার কলেজ স্ট্রিটে এসএফআই-এর উদ্যোগে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ তাঁর উদ্বোধন করেন বিমান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গে মুখ খোলেন তিনি। কংগ্রেসের এই কর্মসূচির প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। তিনি বলেছেন, "এটা ভাল কাজ। আজ দ্বিতীয়দিন চলছে দেখলাম। মানুষের সঙ্গে মিশছেন।"
কলকাতা: রবিবার থেকে ফের শুরু হয়েছে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। আর এই কর্মসূচিকে পরোক্ষে সমর্থন করলেন বর্ষীয়ান নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সময়ের দাবি মেনে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে মনে করেন এই বাম নেতা। তবে ‘ভারত জোড়ো’ যাত্রা বাংলায় এলে বামেদের তরফ থেকে তা স্বাগত জানানো হবে কি না তা আলোচনা সাপেক্ষ বলেও উল্লেখ করেছেন তিনি। তবে বামেরা সমর্থন করুক বা না করুক কংগ্রেসের এই কর্মসূচিকে তাদের তরফ থেকে কোনও বাধা দেওয়া হবে না। তিনি বলেছেন, “কোনও বাম সমর্থকের বাড়ির পাশ দিয়ে এই পদযাত্রা গেলে কেউ কামড়ে দেবে না।”
সামনেই লোকসভা নির্বাচন। তার আগে জনসংযোগ বাড়াতে আবারও ময়দানে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গতবছর দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল রাহুলের ‘ভারত জোড়ো’ কর্মসূচি। মনে করা হচ্ছে, লোকসভা ভোটের আগে তাই আরও একবার সেই রকমই প্রস্তুতি নিয়েছে হাত শিবির। এ প্রসঙ্গেই এ দিন মুখ খোলেন বামফ্রন্ট চেয়ারম্যান।
সোমবার কলেজ স্ট্রিটে এসএফআই-এর উদ্যোগে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ তাঁর উদ্বোধন করেন বিমান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গে মুখ খোলেন তিনি। কংগ্রেসের এই কর্মসূচির প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। তিনি বলেছেন, “এটা ভাল কাজ। আজ দ্বিতীয়দিন চলছে দেখলাম। মানুষের সঙ্গে মিশছেন।”
তবে রাহুলকে স্বাগত বামেরা জানাবে কি না এ প্রসঙ্গে তিনি বলেন, “অন্য দলের কর্মসূচি। সেখানে বামেরা কী করবে? তবে এটুকু বলতে পারি কোনও বাম সমর্থকের বাড়ির পাশ দিয়ে এই পদযাত্রা গেলে কেউ কামড়ে দিতে আসবে না।”