BJP: দলের অন্দরেই বড় অভিযোগ, রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন বন্ধের নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের
BJP: বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা ছিল, দলের অভ্যন্তরীণ নির্বাচন স্বচ্ছতার সঙ্গে করাতে হবে। সেখানেই বিভিন্ন জেলা থেকে অস্বচ্ছতার অভিযোগ এসেছে। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে খবর।

কলকাতা: রাজ্য বিজেপির সমস্ত স্তরের সাংগঠনিক নির্বাচন বন্ধের নির্দেশ দলের কেন্দ্রীয় নেতৃত্বের। রাজ্যে বুথ, মণ্ডল এবং জেলা স্তরে যে সংগঠন পর্ব চলছে, তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই সিদ্ধান্তে কথা বুধবার রাতে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বকে। এমনকি, এখনও পর্যন্ত যে যে জায়গায় নির্বাচন হয়ে গিয়েছে, সেগুলিও বাতিল করার পথে হাঁটছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁরা নির্বাচনে নিজের পছন্দের লোককে জায়গা পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ জমা পড়েছিল। তা খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। কারণ, অভিযোগের সারবত্তা রয়েছে বলে মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণেই অনির্দিষ্টকাল পর্যন্ত আপাতত সাংগঠনিক নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা ছিল, দলের অভ্যন্তরীণ নির্বাচন স্বচ্ছতার সঙ্গে করাতে হবে। সেখানেই বিভিন্ন জেলা থেকে অস্বচ্ছতার অভিযোগ এসেছে। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে খবর।
শুধু মণ্ডল স্তরের নির্বাচন নয়, জেলা সভাপতি, জেলা কমিটির নির্বাচনও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কোনও কমিটির নাম এখন ঘোষণা হবে না। কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়পত্র দিলে তবেই নাম ঘোষণা হবে। ফলে রাজ্য বিজেপির গোটা সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে। এই নিয়ে এখনও রাজ্য বিজেপি নেতৃত্বের কেউ কিছু বলেননি।

