AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prantik-Rajanya: ফোনে ভেসে উঠল সজলের নম্বর, প্রান্তিক-রাজন্যার রাজনৈতিক জীবনে কি এবার বড় বদল?

Prantik-Rajanya: সূত্রের খবর, প্রান্তিক-রাজন্যাকে ফোন করেছিলেন সজল ঘোষ। এবার তাদের মধ্যে ঠিক কী কথা হয়েছে বা বাংলার পদ্ম শিবিরের নেতা তাদের কোনও 'বিশেষ' প্রস্তাব দিয়েছেন কিনা তা জানা যায়নি।

Prantik-Rajanya: ফোনে ভেসে উঠল সজলের নম্বর, প্রান্তিক-রাজন্যার রাজনৈতিক জীবনে কি এবার বড় বদল?
প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jul 11, 2025 | 5:40 PM
Share

কলকাতা: রাজনীতির কানাগলিতে বারবার ধাক্কা খাচ্ছে একটিই খবর, তা হল সম্ভবত বিজেপি থেকে যোগদানের প্রস্তাব পেয়েছেন প্রান্তিক-রাজন্যা। ফলত জল্পনাও তুঙ্গে। অবশ্য তৃণমূলের এই দুই ‘প্রতিবাদী’ মুখ কিন্তু সেটা মানতে রাজি নয়। তাদের দাবি, গোটাটাই অপ্রাসঙ্গিক।

এবার সেই আবহেই প্রান্তিক-রাজন্যার বিজেপিতে যোগদানের জল্পনাকে আরও একধাপ চড়িয়ে দিল একটি ফোনকল। সূত্রের খবর, প্রান্তিক-রাজন্যাকে ফোন করেছিলেন সজল ঘোষ। এবার তাদের মধ্যে ঠিক কী কথা হয়েছে বা বাংলার পদ্ম শিবিরের নেতা তাদের কোনও ‘বিশেষ’ প্রস্তাব দিয়েছেন কিনা তা জানা যায়নি।

তবে এই একটা ফোনালাপ সংগঠনে শুদ্ধিকরণের দাবি তোলা প্রান্তিক-রাজন্যার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একাধিক জল্পনাকে ফের উস্কে দিয়েছে। অবশ্য, বিজেপিতে যাওয়ার প্রসঙ্গটা কিন্তু বরাবরই এড়িয়ে গিয়েছেন এই দু’জন। বৃহস্পতিবারই তাদের এই নিয়ে প্রশ্ন করা হলে গোটা বিষয়টাকে ‘অপ্রাসঙ্গিক’ বলে এড়িয়ে যান দু’জনেই। বিজেপিতে যোগদানের প্রস্তাব এসেছে কিনা সেই নিয়ে যেমন তারা কোনও উত্তর দেননি। আবার প্রস্তাব এলে কী করবেন, সেই নিয়ে কিছু বলতে শোনা যায়নি।

প্রান্তিক আবার বলেন, ‘‘জল্পনা এতটাই যে লোকজন বলছে, অগ্নিমিত্রা পালের সঙ্গে আমরা দেখা করেছি। কিন্তু এমন কিছুই হয়নি। লোকজন আরও বলছে, দিল্লি থেকে নাকি ফোন এসেছে।’ একই সুরে রাজন্যার সংযোজন, ‘কেউ একজন বলেছেন, আমাদেরকে ফান্ডিং করা হয়েছে। পেট্রোল পাম্প দেওয়া হয়েছে। কিন্তু সবটাই ভুয়ো তথ্য।’