BJP: শেষ পর্বে হঠাৎ মনোনয়ন নিয়ে হাজির অম্বুজাক্ষ মহান্তি
BJP Bengal: আজ, বুধবার চূড়ান্তপর্বে রাজ্য় বিজেপির দফতরে ৬০ জন কার্যকর্তা রাষ্ট্রীয় পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। সেগুলি গৃহীত হয়েছে। রীতি মেনে বৃহস্পতিবার সায়েন্স সিটিতে 'রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ' অনুষ্ঠান হবে।

কলকাতা: কোনও প্রতিদ্বন্দ্বী নেই। সব ঠিক থাকলে বৃহস্পতিবারই শমীক ভট্টাচার্যের নাম বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে নয়া সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পূর্বসূরী সুকান্ত মজুমদার। তবে বুধবার শমীক ভট্টাচার্য ছাড়াও আরও একজন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বলে সূত্রের খবর।
এদিন আচমকা মনোনয়ন নিয়ে হাজির হয়েছিলেন অম্বুজাক্ষ মহান্তি। কিন্তু তাঁর মনোনয়ন গৃহীত হয়নি। অম্বুজাক্ষের পক্ষে কোনও প্রস্তাবক ছিলেন না বলে জানা গিয়েছে। তাই বঙ্গ বিজেপির তরফে দেওয়া প্রেস বিবৃতিতে লেখা হয়েছে যে পদ্ধতিগত ভাবে একটি মনোনয়নই গৃহীত হয়েছে।
২০২১ সালে পটাশপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন অম্বুজাক্ষ মহান্তি। এদিন তিনিও মনোনয়ন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, কেউ মনোনয়ন দিলে, তাঁর পক্ষে ১০ জন প্রস্তাবক লাগে অর্থাৎ ১০ জনের স্বাক্ষর লাগে, এ ক্ষেত্রে সেটা ছিল না ফলে অম্বুজাক্ষের কোনও মনোনয়ন গৃহীত হয়নি। উল্লেখ্য, শমীক ভট্টাচার্যের নামে আগেই সিলমোহর দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব।
এদিকে, আজ, বুধবার চূড়ান্তপর্বে রাজ্য় বিজেপির দফতরে ৬০ জন কার্যকর্তা রাষ্ট্রীয় পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। সেগুলি গৃহীত হয়েছে। রীতি মেনে বৃহস্পতিবার সায়েন্স সিটিতে ‘রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ’ অনুষ্ঠান হবে। সেখানে রবিশঙ্কর প্রসাদ উপস্থিত থাকবেন। সদস্যদের নাম ঘোষিত হবে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্য সভাপতির নাম কেন্দ্রীয় নেতা ঘোষণা করে, এটাই রীতি।
