AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Body Recovered: বাসন্তী হাইওয়ের ধার থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ

Body Recovered: রবিবার দুপুরে বাসন্তী হাইওয়ের ধারে, চৌবাগা এলাকায় ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই মহিলার পরনের পোশাক অবিন্যস্ত ছিল। সারা শরীর ক্ষতিবক্ষত ছিল। মাথাতেও গভীর আঘাত ছিল। এরপর ফোন যায় প্রগতি ময়দান থানায়।

Body Recovered: বাসন্তী হাইওয়ের ধার থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ
দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 14, 2025 | 7:03 PM
Share

কলকাতা: চৌবাগার কাছে বাসন্তী হাইওয়েতে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। জানা গিয়েছে, মহিলার মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এখনও পর্যন্ত মহিলার নাম পরিচয় জানা যায়নি। রাস্তার ধারেই মাঝবয়সী ওই মহিলার ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বাসন্তী হাইওয়ের ধারে, চৌবাগা এলাকায় ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই মহিলার পরনের পোশাক অবিন্যস্ত ছিল। সারা শরীর ক্ষতিবক্ষত ছিল। মাথাতেও গভীর আঘাত ছিল। এরপর ফোন যায় প্রগতি ময়দান থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সোমবার দেহের ময়নাতদন্ত হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ। জানা গিয়েছে, ওই মহিলাকে এলাকায় আগে কখনও দেখা যায়নি। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, অন্য কোথাও খুন করে দেহ এখানে ফেলে রেখে দেওয়া হয়েছে। রাস্তার ধারে যে সিসি ক্যামেরাগুলো লাগানো ছিল, সেগুলি খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজে গতিবিধি বোঝার চেষ্টা করছে। ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করতে চাইছে পুলিশ।

এদিকে, এদিনই আনন্দপুরে ভাড়া বাড়ি থেকে এক মহিলার হাত পা বাঁধা দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃত ওই মহিলা একজন পুরুষের সঙ্গে স্বামী ও স্ত্রী পরিচয় দিয়ে পাঁচ মাস ধরে নুরজাহান বিবির নামে এক মহিলার বাড়িতে ভাড়া থাকতেন। রবিবার সকালে সেই ভাড়া বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়।