VIDEO: রোনাল্ডিনহোর শট, গোল রুখতে গিয়ে মন্ত্রী সুজিত মাটিতে

Ronaldinho in Kolkata: রোনাল্ডিনহোর প্রথম শট, গোল বাঁচাতে সবরকম চেষ্টাও চালালেন মন্ত্রী সুজিত। যদিও রক্ষা হল না। সুজিত বসু মাটিতে, বল গিয়ে ঢুকল গোলে। রোনাল্ডিনহোর দ্বিতীয় শটেও বল গোলেই ঢুকল। তবে তৃতীয় শটে বল হাতে পান সুজিত। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন। ওদিকে করতালিতে ফেটে পড়ছে শ্রীভূমি।

Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 6:10 PM

শহরে ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো। শ্রীভূমির পুজোয় যান এই বিদেশী ফুটবলার। মণ্ডপ ঘুরে দেখেন তারকা। সঙ্গে ছিলেন মন্ত্রী সুজিত বসু। এদিন শ্রীভূমি ক্লাবের সামনে ফুটবল নিয়ে দেখা গেল রোনাল্ডিনহো-সুজিত বসুকে। গোলকিপার হিসাবে দাঁড়িয়ে সুজিত বসু। ওদিকে ফুটবল পায়ে রোনাল্ডিনহো। চারপাশে উন্মাদনায় ফুটছেন সাধারণ দর্শকও।

রোনাল্ডিনহোর প্রথম শট, গোল বাঁচাতে সবরকম চেষ্টাও চালালেন মন্ত্রী সুজিত। যদিও রক্ষা হল না। সুজিত বসু মাটিতে, বল গিয়ে ঢুকল গোলে। রোনাল্ডিনহোর দ্বিতীয় শটেও বল গোলেই ঢুকল। তবে তৃতীয় শটে বল হাতে পান সুজিত। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন। ওদিকে করতালিতে ফেটে পড়ছে শ্রীভূমি।

এদিন শ্রীভূমিতে গিয়ে প্রদীপ-ফুলে সাজানো মাটির থালা হাতে তুলে নিয়ে আরতিও করেও রোনাল্ডিনহো। সুজিত বসু দেখিয়ে দেন কীভাবে আরতি করতে হয়। কলকাতায় পুজোর আমেজ এবং বাংলার মানুষের তাঁর প্রতি এমন ভালবাসায় আপ্লুত রোনাল্ডিনহোও। এদিন তাঁর দু’চোখে শুধু দেখা গিয়েছে মুগ্ধতা।