VIDEO: শ্রীভূমির পুজো মণ্ডপে জমিয়ে নাচ রোনাল্ডিনহোর
Ronaldinho in Kolkata: রবিবার কলকাতায় এসেছেন রোনাল্ডিনহো। বুধবার অবধি কলকাতায় থাকবেন তিনি। ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। শ্রীভূমির পাশাপাশি একাধিক পুজো মণ্ডপে যাওয়ার কথা রয়েছে। এদিন শ্রীভূমিতে তাঁকে দেখে হামলে পড়েন দর্শক। শুধুই 'ডিনহো', 'ডিনহো' চিৎকার চারপাশে। ফুটবল পাগল কলকাতায় এসে আপ্লুত ব্রাজিলের এই তারকা।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপে সোমবার নাচতে দেখা গেল ফুটবল তারকা রোনাল্ডিনহোকে। ভেঙ্গা বয়েজের সেই বিখ্যাত ‘ব্রাজিল’ গানের সঙ্গে নাচলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তী। সঞ্চালক প্রথম দিকে তাঁকে নাচের জন্য ডাকলেও কিছুটা লাজুকভাবেই তা নাকচ করেন। তবে মঞ্চে বসে পা দোলাচ্ছিলেন রোনাল্ডিনহো।
এরপরই ‘ব্রাজিল’ গান বেজে উঠতেই আসন ছেড়ে উঠে আসেন রোনাল্ডিনহো। স্টেজ থেকে নেমে সোজা ভিড়ের মাঝে। তালে তাল মিলিয়ে নাচতে দেখা গেল তাঁকে। বাঙালির দুর্গাপুজোর এটাই বিশেষত্ব। যে কোন রাজ্যের, যে কোনও দেশের, পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষই এই আনন্দের সঙ্গে মিশে যেতে পারেন সহজে।
রবিবার কলকাতায় এসেছেন রোনাল্ডিনহো। বুধবার অবধি কলকাতায় থাকবেন তিনি। ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। শ্রীভূমির পাশাপাশি একাধিক পুজো মণ্ডপে যাওয়ার কথা রয়েছে। এদিন শ্রীভূমিতে তাঁকে দেখে হামলে পড়েন দর্শক। শুধুই ‘ডিনহো’, ‘ডিনহো’ চিৎকার চারপাশে। ফুটবল পাগল কলকাতায় এসে আপ্লুত ব্রাজিলের এই তারকা।