AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Highlights: তৃণমূল থাকলে বাংলা পশ্চিম বাংলাদেশ হবে: সুকান্ত

| Edited By: | Updated on: Jan 05, 2026 | 2:24 AM
Share

West Bengal Today Live News: বৃহস্পতিবার রাম মন্দির প্রসঙ্গে দিলীপ ঘোষের একটি মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দেয়। সূত্রের খবর, তাঁর এই ‘বেফাঁস’ মন্তব্যে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্ধ। মনে করা হচ্ছে, ভোটের মুখে দলের ভাবমূর্তি বজায় রাখতেই তাঁর ওপর এই ‘মৌনতার’ নির্দেশ এসেছে।

West Bengal News Today Highlights: তৃণমূল থাকলে বাংলা পশ্চিম বাংলাদেশ হবে: সুকান্ত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla

কলকাতা: শাহি বৈঠকের পরেই তাঁকে নিয়ে নতুন চর্চা শুরু হয়েছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। কিন্তু আচমকা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিচিত মেজাজটা যেন উধাও। খড়গপুরে চা-চক্রের দেখা গেল বড়সড় বদল। সাফ বলে দিলেন তিনি আর সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবেন না। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাঠ কাঁপানো নেতা কেন হঠাৎ সংবাদমাধ্যম থেকে দূরত্ব তৈরি করলেন, তা নিয়ে এখন বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Jan 2026 02:22 AM (IST)

    বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমে বৈঠক কমিশনের

    • বিধানসভা নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপর হয়ে নির্বাচন কমিশন।
    • সোমবার দিল্লিতে কমিশনের বৈঠকে থাকবেন বাংলার সিইও মনোজ আগরওয়াল।
    • বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।
  • 04 Jan 2026 08:35 PM (IST)

    জ্ঞানেশ কুমারকে চিঠি মমতার

    •  ডোমিসাইল শংসাপত্র বাতিলের অভিযোগ, হয়রানির শিকার পরিযায়ী শ্রমিকরা
    • সূত্রের অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট ভোটার পরিচয়ের প্রমাণ হিসাবে গ্রহণ না করার নির্দেশ অনানুষ্ঠানিকভাবে সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের জানানো হয়েছে।
    • তবে এই সংক্রান্ত কোনও লিখিত বিজ্ঞপ্তি বা আইনসম্মত নির্দেশ এখনও জারি করা হয়নি।
    • এই মর্মে ফের CEC জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    • কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত, ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ। রাজ্যের দাবি না মানলে এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • 04 Jan 2026 05:00 PM (IST)

    ‘বাংলায় চলছে ল্যান্ড জিহাদ’, হাওড়ায় শমীক

    • মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে তৃণমূল নামে যেটা রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম।
    • সরকারের প্রতিটা সিদ্ধান্ত কোর্টের চ্যালেঞ্জড হচ্ছে। যা গণতন্ত্রের সুস্থ চেহারা নয়: শমীক
    • পশ্চিম বঙ্গে চলছে ল্যান্ড জেহাদ। যা যা বাংলাদেশে হচ্ছে হিন্দুদের সঙ্গে পশ্চিমবঙ্গ সেই একই ঘটনা ঘটছে: শমীক
    • দিঘাতেও মুখ্যমন্ত্রী মন্দির করে জগন্নাথের উপর ভরসা না করতে পারলেননা আবার কলকাতায় চলে এলেন দুর্গাঙ্গন করতে। শিল্পের জন্য নেওয়া জমিতে দুর্গার মন্দির। কোন দেবতাকে ছাড়ছে না সবাইকে ধরে রেখেছে: শমীক
    • কেউ রাম্পে হাঁটছে কেউ জলের ঝাঁপ দিচ্ছে ফলে বিজেপি যে আসছে সবাই বুঝতে পারছে, রম্পে হাঁটতে হাটতেই বিদায় নেবে। তৃণমূল মারছে তৃণমূল মরছে: শমীক
    • মেসিকে এনে যখন কোটি কোটি টাকা চুরি করেছে, স্টেডিয়াম ভর্তি মানুষ তখন চোর চোর বলেছে চিৎকার করে বুঝিয়ে দিয়েছে গণভোট হয়ে গিয়েছে: শমীক
    • এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় এই নির্বাচন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হাওয়া থেকে আটকানোর নির্বাচন: শমীক
  • 04 Jan 2026 04:55 PM (IST)

    পুরুলিয়ায় সংকল্প যাত্রায় সুকান্ত

    পুরুলিয়ায় সংকল্প যাত্রায় সুকান্ত মজুমদার।

    বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। তৃণমূলকে তাড়াতে না পারলে বাড়ি-ঘর লুঠ হয়ে যাবে: সুকান্ত

    বাংলাদেশে দীপু চন্দ্র দাস, খোকন দাসকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হল, তৃণমূলের মুখে একটাও কথা নেই। তৃণমূল বলছে ওটা তো বাংলাদেশে হচ্ছে, এখানে তো নয়, তাই চুপ: সুকান্ত

  • 04 Jan 2026 01:55 PM (IST)

    হাকিবুলের গাড়িতে হামলার অভিযোগ

    ভোট এল না তার আগেই পারদ চড়ছে ভাঙড়ে। আরাবুল ইসলাম-কাইজার আহমেদ বনাম শওকত মোল্লার লড়াইয়ে তুলকালাম বেধেছে। আরাবুলের পুত্র হাকিবুলের গাড়িতে হামলার অভিযোগ। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি, ধস্তাধস্তি হয়। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনার পরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

    বিস্তারিত পড়ুন: Bhangar: আরাবুলের ছেলের উপর হামলা, নাম জড়াল শওকত অনুগামীদের

  • 04 Jan 2026 01:26 PM (IST)

    SIR শুনানিতে গিয়ে মাথা ফাটল বৃদ্ধের, তড়িঘড়ি মাইকিং শুরু প্রশাসনের

    • শুনানিতে হাজিরা দিতে এসে মাথাটাই ফেটে গেল ৭২ বছরের বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তারকেশ্বেরের বিডিও অফিসের শুনানি কেন্দ্রে।
    • শুনানি কেন্দ্রে আসা কিছু মানুষই তাঁকে উদ্ধার করে সামনেই একটি চিকিৎসকের নিয়ে যান। পরে পুলিশ ও বিডিওর সহযোগিতায় তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। বিস্তারিত পড়ুন- SIR শুনানিতে গিয়ে মাথা ফাটল বৃদ্ধের, তড়িঘড়ি মাইকিং করে বড় ঘোষণা প্রশাসনের Sir Tarakeshwar
  • 04 Jan 2026 12:33 PM (IST)

    মৌসমের দলবদলের পিছনে কে?

    সদ্যই মালদহে জেলা সভাপতির দায়িত্ব পেয়েছিলেন মৌসম নূর। কিন্তু সেই সব পাঠ চুকিয়ে আবারও দলবদল করে ফিরেছেন কংগ্রেসে। কিন্তু কেন এই বদল? মৌসম গতকালই জানিয়েছিলেন পুরো পরিবার একসঙ্গে মিলে লড়াই করবেন সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে তৃণমূল বলছে অন্য কথা। মৌসমকে কংগ্রেসে নিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। বিস্ফোরক দাবি করলেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তাঁর আরও দাবি, শুভেন্দু অধিকারীই মৌসমকে তৃণমূলে আনেন।

    বিস্তারিত পড়ুন: Mausam Noor: মৌসমের দলবদলের পিছনে আসলে ছিলেন ইনি? বড় দাবি করল তৃণমূল

  • 04 Jan 2026 10:48 AM (IST)

    স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন: বিজেপি নেতা

    নির্বাচনের আগে বড় নিদান দিলেন বিজেপি নেতা। এলাকার পুরুষ মানুষরা যাতে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখে সেই পরামর্শ তাঁর। তিনি বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পর যখন স্ত্রীরা তৃণমূলকে ভোট দিতে যাবেন, সেই সময় যেন স্বামীরা তাঁদের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখেন। বিজেপি নেতার এই বক্তব্যের পরই তীব্র বিতর্ক তৈরি হয়েছে এলাকায়।

    বিস্তারিত পড়ুন: BJP Leader: ‘লক্ষ্মীর ভান্ডার নেওয়ার TMC-কে ভোট দিতে গেলে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন’, স্বামীদের নিদান দিলেন BJP নেতা

  • 04 Jan 2026 10:43 AM (IST)

    দিলীপের মৌনব্রতর কারণ কী?

    • ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সূত্রের খবর, এরপর থেকেই দিলীপ ঘোষকে দলের পক্ষ থেকে কথা বলার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছিল।
    • বৃহস্পতিবার রাম মন্দির প্রসঙ্গে দিলীপ ঘোষের একটি মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দেয়। সূত্রের খবর, তাঁর এই ‘বেফাঁস’ মন্তব্যে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্ধ। মনে করা হচ্ছে, ভোটের মুখে দলের ভাবমূর্তি বজায় রাখতেই তাঁর ওপর এই ‘মৌনতার’ নির্দেশ এসেছে। বিস্তারিত পড়ুন- ‘ক্যামেরার সামনে কথা বলব না’, হঠাৎ কেন ‘মুখ বন্ধ’ দিলীপ ঘোষের?Dilip Ghosh Bjp (7)

Published On - Jan 04,2026 10:42 AM