Calcutta High Court: বাগবাজারে এবার মায়ের বাড়ির একাংশ ভেঙে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের, কেন?
Calcutta High Court: বাগবাজার প্রসিদ্ধ মায়ের বাড়ির পাশেই এই বাড়ি ইতিহাস মোছার অপেক্ষায়। কথিত রয়েছে, বাগবাজারে একসময়ে সারদা শিষ্যের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন। তাঁর বাসস্থান ছিল না। সারদা তখন তাঁকে নিজের বাড়ি দান করেছিলেন।

কলকাতা: প্রোমোটিংয়ের কবলে এবার সারদার বাড়ি। কলকাতার বাগবাজারে এবার মায়ের বাড়িকেই দখলের চেষ্টার অভিযোগ। পুরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণের কাজ এগিয়েছে অনেকটাই। অবশেষে পুরো রিপোর্টে সন্তুষ্ট আদালত নির্মীয়মাণ অংশ ভাঙার নির্দেশ দিল। . বাগবাজার প্রসিদ্ধ মায়ের বাড়ির পাশেই এই বাড়ি ইতিহাস মোছার অপেক্ষায়। কথিত রয়েছে, বাগবাজারে একসময়ে সারদা শিষ্যের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন। তাঁর বাসস্থান ছিল না। সারদা তখন তাঁকে নিজের বাড়ি দান করেছিলেন। ওই শিষ্যের নাম ছিল চন্দ্র। চন্দ্রমোহনের নাতি কার্তিক চন্দ্র দত্ত ছিলেন অকৃতদার। অভিযোগ, তাঁর মৃত্যুর পর সেই অংশ দখল করে প্রোমোটার। যদিও শরিকি বাড়ির অপর অংশে এখনও সমীর দত্ত ও তাঁর ভাই বসবাস করেন।
ঐতিহাসিক ওই বাড়ির উল্লেখ একাধিক বইতে পাওয়া যায়। পরিবারের প্রশ্ন মাত্র চার ফিটের রাস্তায় প্রোমোটার কীভাবে তিন তলা বাড়ির অনুমোদন পেল। এমনকি ২০২১ সালে অভিযোগ পাওয়ার পর তদন্তে আসেন পুর আধিকারিকরা। অভিযোগ সব দেখার পরেও বাড়ির অনুমোদন আটকাননি তাঁরা।
মামলাকারী সুখ চাঁদ মিত্র এরপর হাইকোর্টের দারস্থ হন। বিচারপতি সৌমেন সেন পুরসভার যাবতীয় রিপোর্ট দেখে ৩০ দিনের মধ্যে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছেন।

