Recruitment Scam Case: মানিকের জামিন মামলায় ইডির ভূমিকা প্রশ্নের মুখে, হাইকোর্ট শুনিয়েও দিল…
Recruitment Scam: বারবার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করায় মানিক ভট্টাচার্যের জামিন মামলায় বিরক্ত হাইকোর্ট। সোমবার বিকাল ৩টেয় এই মামলার শুনানি হওয়ার কথা। ইডির বক্তব্য জানানোর কথা ছিল। কিন্তু ইডির তরফে আবেদন করা হয় মামলা পিছিয়ে দেওয়ার জন্য। সিনিয়র কাউন্সিল ফিরোজ এডুলজি শহরে নেই বলে জানানো হয়।
কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের পাশাপাশি মামলা চলছে সুপ্রিম কোর্টেও। তবে তদন্তকারী সংস্থার তদন্তের গতি নিয়ে বারবারই প্রশ্ন ওঠে আদালতে। আরও একবার সেই প্রশ্নই উঠে এল। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অভিযুক্তদের বিষয়ে ইডির ভূমিকা প্রশ্নের মুখে পড়ল।
বারবার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করায় মানিক ভট্টাচার্যের জামিন মামলায় বিরক্ত হাইকোর্ট। সোমবার বিকাল ৩টেয় এই মামলার শুনানি হওয়ার কথা। ইডির বক্তব্য জানানোর কথা ছিল। কিন্তু ইডির তরফে আবেদন করা হয় মামলা পিছিয়ে দেওয়ার জন্য। সিনিয়র কাউন্সিল ফিরোজ এডুলজি শহরে নেই বলে জানানো হয়।
বিচারপতি শুভ্রা ঘোষের বক্তব্য, এমন মামলায় বারবার যদি দিন পিছিয়ে দিতে হয় তাহলে মুশকিল। এর আগেও ইডি সময় নিয়েছে। আগামী ১২ অগস্ট বেলা সাড়ে ৩ টায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তবে বিচারপতির সতর্কবার্তা, কোনওভাবে যেন শুনানির পরবর্তী দিন পিছনোর আবেদন না করা হয়।