Calcutta High Court: যে কেউ বিক্ষোভ দেখাতে পারে কিন্তু উপাচার্যকে বাধা দিতে পারে না: কোর্ট
Calcutta High Court: মঙ্গলবার বিচারপতির মন্তব্য, কোন ব্যক্তি বিক্ষোভ দেখাতেই পারেন। কিন্তু তিনি উপাচার্য বা অন্য আধিকারিকদের প্রবেশ করতে বা বেরতে বাধা দিতে পারেন না। বস্তুত, বহিরাগতদের সঙ্গে নিয়ে কিছু বরখাস্ত হওয়া কর্মী গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন।

কলকাতা: রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেন বিনা বাধায় প্রবেশ করতে পারেন ক্যাম্পাসে। সেই মর্মে উপাচার্য সহ বাকি আধিকারিকদের প্রবেশ সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গিরিশপার্ক থানার পুলিশকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নির্দেশ বাস্তবায়িত করে বুধবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ।
মঙ্গলবার বিচারপতির মন্তব্য, কোনও ব্যক্তি বিক্ষোভ দেখাতেই পারেন। কিন্তু তিনি উপাচার্য বা অন্য আধিকারিকদের প্রবেশ করতে বা বেরতে বাধা দিতে পারেন না। বস্তুত, বহিরাগতদের সঙ্গে নিয়ে কিছু বরখাস্ত হওয়া কর্মী গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের ঢুকতে বাধা দিচ্ছেন। এই মর্মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এর আগে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে এই মামলায় দাবি করা হয়। সেই মামলাতেই এই নির্দেশ। উল্লেখ্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠছিল তিনি নিজের মতো করে কাজ পরিচালনা করছেন। অনিয়মে মদত জোগাচ্ছেন। এরই প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। সোম ও মঙ্গলবার লাগাতার আন্দোলন শুরু হয়। উপাচার্যকে ভিতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তারপরই হস্তক্ষেপ করে হাইকোর্ট।





