Calcutta High Court: কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন সুজয় পাল
Calcutta High Court ণপগ: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর গ্রহণ করার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয় বিচারপতি সৌমেন সেনকে। সেসময়ে হাইকোর্টের বিচারকদের মধ্যে সবচেয়ে বরিষ্ঠ ছিলেন সৌমেন সেন। তাই স্বাভাবিক নিয়মেই তাঁকেই এই পদে বসানো হয়েছে।

কলকাতা: কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন সুজয় পাল। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সুজয় পাল।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর গ্রহণ করার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয় বিচারপতি সৌমেন সেনকে। সেসময়ে হাইকোর্টের বিচারকদের মধ্যে সবচেয়ে বরিষ্ঠ ছিলেন সৌমেন সেন। তাই স্বাভাবিক নিয়মেই তাঁকেই এই পদে বসানো হয়েছে।
কিন্তু যে সময়ে তাঁকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়, সে সময়েই কলেজিয়াম তাঁকে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি পদে সুপারিশ করে ফেলেছিল। সেই সুপারিশ কার্যকর হলে তাঁকে যে দ্রুতই কলকাতা ছেড়ে যেতে হবে, তা সে সময়ে প্রায় নিশ্চিত ছিল।
এবার সেই সুপারিশ কার্যকর হতেই মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সৌমেন সেন। এবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন বিচারপতি সুজয় পাল। বিচারপতি হিসেবে নানা গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন তিনি। এ
