AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘খুব সুন্দর রাস্তা মেইনটেন হয়েছে’, এজলাসেই পুলিশের ঢালাও প্রশংসা বিচারপতি ঘোষের

Calcutta High Court: এ দিন বিচারপতির সঙ্গে সহমত প্রকাশ করেন নিউ আলিপুর থেকে আসা এক আইনজীবীও। তিনি দাবি করেন, আজও অন্য দিনের মতো একই সময়ে তিনি বাড়ি থেকে গাড়ি নিয়ে কোর্টে পৌঁছেছেন।

Calcutta High Court: 'খুব সুন্দর রাস্তা মেইনটেন হয়েছে', এজলাসেই পুলিশের ঢালাও প্রশংসা বিচারপতি ঘোষের
বিচারপতি তীর্থঙ্কর ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 21, 2025 | 11:31 AM
Share

কলকাতা: ‘মানুষের যেন কোনও সমস্যা না হয়’। একুশে জুলাইয়ের মামলা নিয়ে আগেই বলেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার এজলাসে বিচারপতি পুলিশের ঢালাও প্রশংসা করলেন। বললেন, “রাস্তা খুব সুন্দর মেইনটেন হয়েছে।” সোমবার সকালে এজলাসে বসেই কলকাতা পুলিশকে সার্টিফিকেট দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কমিশনারকে সতর্ক করে গাইড লাইন দিয়েছিল এই আদালত। আজ এজলাসে বসেই রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করে আদালত।

এ দিন বিচারপতির সঙ্গে সহমত প্রকাশ করেন নিউ আলিপুর থেকে আসা এক আইনজীবীও। তিনি দাবি করেন, আজও অন্য দিনের মতো একই সময়ে তিনি বাড়ি থেকে গাড়ি নিয়ে কোর্টে পৌঁছেছেন। বিচারপতির বক্তব্য, “আমি তো বরাবর বলি কলকাতা পুলিশের উপর আমার ভরসা আছে।” তবে এরপরেই বিচারপতি ক্ষোভ উগরে দেন একাংশ আইনজীবীদের নিয়ে।

সোমবার বার অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে, কোনও মামলার একপক্ষ না এলে যাতে সেই মামলায় রায় না দেওয়া হয়। সেই প্রসঙ্গ টেনে এবং এজলাস কার্যত আইনজীবী শূন্য দেখে বিচারপতির মন্তব্য, “এইভাবে কোর্টের কাজ এগোনো যাচ্ছে না। আজ রাস্তার যা অবস্থা সকাল সাড়ে ১০ টার মধ্যে কোর্টে পৌঁছনো যায় না এটা আমি বিশ্বাস করি না। আপনারা কাজের জায়গা নষ্ট করছেন।”