SSC Case: ‘সময় এলে সব খাপ খুলব তোমার এবং তোমার বিচারপতির’, বিকাশকে বললেন কল্যাণ
Calcutta High Court: এসএসসির সমস্ত মামলা খারিজ করার জন্য তিনি আদালতে আর্জি জানান। সঙ্গে কারও নাম না করে বললেন, 'একক বেঞ্চের বিচারপতি গতকাল সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই তিনি এসব নির্দেশ দিয়েছেন।' আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এদিন এও মন্তব্য করেন, এসব মামলার শুনানি করে তিনি রাজনৈতিক কেরিয়ার বানিয়ে ফেললেন। কল্যাণের দাবি, সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।
কলকাতা: সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি ছিল। সেখানে বিতর্কিত চাকরিপ্রাপকদের তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসএসসির সমস্ত মামলা খারিজ করার জন্য তিনি আদালতে আর্জি জানান। সঙ্গে কারও নাম না করে বললেন, ‘একক বেঞ্চের বিচারপতি গতকাল সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই তিনি এসব নির্দেশ দিয়েছেন।’ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এদিন এও মন্তব্য করেন, এসব মামলার শুনানি করে তিনি রাজনৈতিক কেরিয়ার বানিয়ে ফেললেন। কল্যাণের দাবি, সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।
শুধু এই ধরনের মন্তব্যই নয়। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও এদিন আদালত কক্ষেই কড়া ভাষায় নিশানা তিনি। বিকাশরঞ্জনের উদ্দেশে কল্যাণ বললেন, ‘সময় আসলে সব খাপ খুলব তোমার এবং তোমার বিচারপতির।’ সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন কল্যাণের এই মন্তব্যে হইহই পড়ে গিয়েছে আইনজীবী মহলে। বিচারপতিরহ উদ্দেশে কল্যাণ এদিন আরও বলেন, ‘আমরা আদালতের মর্যাদা নষ্ট করিনি। আপনার সহকর্মী করেছেন।’ কল্যাণের দাবি ওই বিচারপতি, সিবিআই ও ইডি- সকলে মিলে আদালতের মর্যাদা নষ্ট করছে।
আদালতকক্ষে কল্যাণ যখন এই ধরনের মন্তব্যগুলি করছিলেন, তখন সেখানেই উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিকাশরঞ্জন বলেন, ‘এই ধরনের মন্তব্য থেকে আপনার বিরত থাকা উচিত।’ আইনজীবী মহলে কল্যাণ ও বিকাশের সংঘাতের কথা একেবারে অপরিচিত নয়। তবে এবার যেভাবে কল্যাণ বিঁধলেন বিকাশকে, তাতে থ আইনজীবী মহল।