Presidency University: ‘মেয়েটা লাফিয়ে স্টেজে উঠে… আর তারপরই…আমি তো অবাক’, থামিয়ে দেওয়া হল পটার অনুষ্ঠান, ক্ষুব্ধ গায়ক, প্রেসিডেন্সিতে তুমুল বিশৃঙ্খলা, কী ঘটেছে?
Presidency University: শুক্রবার সন্ধ্যায় মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে এসেছিলেন গায়ক পটা। তিনি যখন প্রথম গানটি গাইছিলেন, তখন এক ছাত্রী স্টেজে উঠে মাইক কেড়ে নেন, তিনি পটাকে বলেন, 'এই গানে সমস্যা হচ্ছে।'

কলকাতা: মাতৃভাষা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ছাত্র সংঘর্ষ ও বিশৃঙ্খলা।
বিষয়টি ঠিক কী হয়েছিল?
শুক্রবার সন্ধ্যায় মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে এসেছিলেন গায়ক পটা। তিনি যখন প্রথম গানটি গাইছিলেন, তখন এক ছাত্রী স্টেজে উঠে মাইক কেড়ে নেন, তিনি পটাকে বলেন, ‘এই গানে সমস্যা হচ্ছে।’ সেখান থেকেই বিষয়ের সূত্রপাত। এরপরই এসএফআই ও নির্দল আইসি-র এই দু’পক্ষের ছাত্রদের মধ্যে বচসা শুরু হয়। তা থেকেই হাতাহাতি। এই দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের জেরে মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি থাকে। একাধিক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
কিন্তু এই গোটা বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ সঙ্গীতশিল্পী অভিজিৎ বর্মন, পটা। তিনি বলেন, “আমি জানি না, ওদের ইন্টারন্যাল কী সমস্যা ছিল। কাল এটা শেষ অনুষ্ঠান ছিল। যেভাবে মাতৃভাষা দিবসের দিন এই অনুষ্ঠানকে বন্ধ করা হল, আমরা বাংলা গান করি, আমাদের কাছে অত্যন্তই খারাপ লেগেছে। আর যেভাবে ঔদ্ধত্যের সঙ্গে একটি মেয়ে লাফিয়ে স্টেজে উঠে… আর সেও পড়ে যেতে পারত, ওরও লাগতে পারত…দেখে আমরা অবাক হয়ে গেছি। এই ধরনের ঘটনা এখানে মেনে নেওয়া যায় না।”
এই নিয়ে শিক্ষাবীদ পবিত্র সরকার বলেন, ” অনেক দিন ধরেই প্রেসিডেন্সি খুব শান্ত ছিল। এই ধরনের ঘটনা প্রেসিডেন্সিতে খুব অস্বাভাবিক। কিন্তু কী ঘটল, জানি না, নিজেরা নিশ্চয়ই যথেষ্ট লজ্জিত বোধ করবে। মাতৃভাষা দিবসে এই ধরনের অশোভন আচরণ মেনে নেওয়া যায় না।”
