Death in Hospital: ‘গলা শুকিয়ে যাচ্ছে’, খুদের কথায় কান দিল না কেউ! রোগী মৃত্যুতে মানিকতলায় তুলকালাম

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Nov 17, 2021 | 11:17 PM

Patient died: রোগী পরিস্থিতিতে তুলকালাম পরিস্থিতি উত্তর কলকাতার মানিকতলার (Maniktala)-র বেসরকারি হাসপাতাল প্রাঙ্গন। তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে এল পুলিশ।

Death in Hospital: গলা শুকিয়ে যাচ্ছে, খুদের কথায় কান দিল না কেউ! রোগী মৃত্যুতে মানিকতলায় তুলকালাম
ছবি: অভিজিৎ দাস

Follow Us

কলকাতা: শরীর অসাড় হয়ে আসছিল। কপালে উত্তাপ। শুকনো ঠোটে অস্ফুটে ছোট্ট মেয়েটি (girl) জল খেতে চেয়েছিল। অভিযোগ, তার এই কথা শোনার অবসর পাননি কোনও নার্স (Nurse)। কাছেপিঠে ছিলেন না কোনও চিকিৎসক (Doctor)। আস্তে আস্তে মৃত্যুর (Death) কোলে ঢোলে পড়ে নয় বছর বয়সী সৃজা দত্ত। আর এ নিয়ে তুলকালাম পরিস্থিতি উত্তর কলকাতার মানিকতলার (Maniktala)-র বেসরকারি হাসপাতাল প্রাঙ্গন। তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে এল পুলিশ।

মানিকতলা হাজী জাকারিয়া লেনের বাসিন্দা সৃজা দত্ত। নয় বছরের বালিকা গত ২ দিন ধরে জ্বরে ভুগছিল। কিছুতেই জ্বর কমছিল না তার। খুদের অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করেন বাড়ির লোকজন। মঙ্গলবার সন্ধ্যায় সৃজাকে ভর্তি করা হয় মানিকতলার এক বেসরকারি হাসপাতালে। পরিবারের দাবি ডেঙ্গি জ্বর নিয়ে ভর্তি হয়েছিল সে। যদিও মেডিকেল রিপোর্ট এখনও মেলেনি। তাই তার জ্বরের কারণ জানা যায়নি। এদিকে বুধবার সেই মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ শুরু করে পরিবারের লোকজন।

রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার মধ্যে সৃজার এক আত্মীয় জানান, গতকাল (মঙ্গলবার) রাত থেকে হাসপাতালে ভর্তির করা হয় তাকে। কিন্তু ভুল চিকিৎসা করা হয়েছে তার বলে পরিবারের অভিযোগ। এদিন দুপুর থেকে বার বার শারীরিক যন্ত্রণার কথা বললেও কোনও ডাক্তার ছোট্ট সৃজাকে দেখেননি বলে অভিযোগ।

পরিবারের এক সদস্যের কথায়, “গলা শুকিয়ে যাচ্ছে,” বলে বহুবার জল খেতে চায় সৃজা। কিন্তু তার এই আর্তিতে সাড়া দেওয়ার মতো কাছেপিঠে কোনও স্বাস্থ্যকর্মীকে পাওয়া যায়নি। কেউ একটু জলও বাচ্চা মেয়েটিকে খেতে দেয়নি। তার পর চিকিৎসার অভাবে সৃজার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে রোগী পরিবার।

এ নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পর পর মানুষ জমে যায়। খবর যায় পুলিশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ। এদিকে চিকিৎসক ও নার্সদের চরম শাস্তির দাবি করেছেন সৃজার পরিবারের লোকজন।

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘নতুন নতুন ফ্লেভারের মদ আছে, কর্মসংস্থান নেই’, বিধানসভা ওয়াক আউট করে মন্তব্য শুভেন্দুর 

যদিও রোগী মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: BJP Election Panel: দীনেশেই ভরসা বঙ্গ বিজেপির, নির্বাচনের প্রচার কমিটি ঘোষণা করল গেরুয়া শিবির

আরও পড়ুন: Exclusive: Udayan Guha on BSF: ‘আজকেও বলব, কালও বলব’, বিএসএফ প্রসঙ্গে নিজের অবস্থানে অটল উদয়ন

আরও পড়ুন: Bidhannagar CP at Chingrighata: ‘আর একটাও অ্যাক্সিডেন্ট যেন না হয়’, মমতার ধমক খেয়েই চিংড়িঘাটায় ছুটলেন স্বয়ং সিপি

Next Article